অপলক চেয়ে চেয়ে আমি লাল হয়ে যাচ্ছি
তারা নিষ্পলক হেসে যাচ্ছে শ্রাবণ ডাকে
শুষে নিচ্ছে রুক্ষতার সকল দোষারোপের ভার
রমণীরা মুকুট পরে চলে দীঘির পাড় ঘেষেঁ
চলমান কাঁঠাল আম জাম ঘাসের বনবাস ছেড়ে
ব্রেসলেট ঘাম বাষ্প হয়ে উড়ে যায় বাতাবী বাতায়ন ফেলে ।
অপলক চেয়ে চেয়ে আমি লাল হয়ে যাচ্ছি
পাক খেতে খেতে শকূন নেমে আসছে ভারী সুন্দর পাখি
মাচানে ঝুলে থাকা বরবটি; ভাবহীন দারোয়ান দাঁড়িতে চিরুণী চালিয়ে যাচ্ছে তো যাচ্ছে
এক্ষুণি কেউ এসে বোমা ফাটিয়ে যেতে পারে –বললাম
অত দয়ামায়া দেখায়ো না… আমাকে।
ফারুক বলে নেন এসব আপনার জন্য; যা খুশি তাই দিয়েন
এত হৃদয়বান হতে তোমাদের কে বলে ?
যা পাওনা তারচে বেশি দেয়; রক্তজবা রঙে লাল করে দিলো
চেয়ে চেয়ে আমি লাল হয়ে যাচ্ছি
চেয়ে চেয়ে একটা বাগান হয়ে যাচ্ছি
চেয়ে চেয়ে নিরীক্ষার ঘাস হয়ে যাচ্ছি
চেয়ে চেয়ে নিড়ানীর জমি হয়ে যাচ্ছি
চেয়ে চেয়ে আমি আরেকটা ফারুক হয়ে যাচ্ছি;
চেয়ে চেয়ে আমি আরেকটা ফারুক হয়ে যাচ্ছি ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:১৬