মোসাদকে আবিষ্কার করতে হলে তার চেয়ে দ্বিগুণ ট্যালেন্ট আপনাকে হতে হবে। গত এক দশকে বিদেশে মোসাদ কতৃর্ক নানা হত্যাকান্ড উদঘাটন করতে বৃটেন,ফ্রান্স,ইতালি ও জার্মানি নানাভাবে চেষ্টা করেছে। বৃটেন একবার পেরেছিল..জর্ডানে একটা হোটেলে এক মুসলিম নেতাকে হত্যা করার অপরাধে। কারণ মোসাদের এই দলটি অন্যায়ভাবে বৃটেনের পাসর্পোট ব্যবহার করেছিল।সেজন্য বৃটেন ইসরাইলের রাষ্ট্রদূতকে জোর করে বের করে দিয়েছিল। মনে আছে ইসরাইলের পারমাণবিক বোমার থাকার কথা স্বয়ং ইসরাইলের এক পরমাণু গবেষক যিনি নিজেই সংশ্লিষ্ট ছিলেন তিনি ইতালিতে গিয়ে এই কথাটা ফাঁস করেছিলেন।তাকে ধরে এনেছিল এক মহিলা মোসাদ এজেন্ট ।সেই বিজ্ঞানী ইসরাইলের কারাগারে এখনো বন্দি।সেজন্য ইতালি সরকার তার বিচার করতে পারেনি।এই উপমহাদেশে ইসরাইলের সাথে সবচেয়ে বেশি সখ্যতা কার?—ভারতের।কারণ জেনারেল জ্যকব ।নামটা খুব পরিচিত মনে হচেছ..আমাদের মুক্তিযুদ্ধের মিত্রবাহিনীর কমান্ডার।যিনি জন্মগ্রহণ করেছিলেন ইসরাইলে। এই প্রভাবশালী কমান্ডার নানাভাবে ইসরাইলেকে ভারতের উচ্চপদস্থ আমলা ও রাজনীতিকদের মধ্যে ইসরাইলী যে ভীতি ছিল সেটা দূর করতে ভূমিকা রেখেছিলেন। বর্তমানে ভারত নানা লজিস্টিক সার্পোট বিশেষ করে যুদ্ধাস্ত্র ক্রয় করে ইসরাইল থেকে এবং বাণিজ্য সম্প্রসারণে ও নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে দুপক্ষই । লজিকটা যদি এইরকম হয়—গরু ঘাস খায়,মানুষ গরু খায় সুতরাং মানুষ ঘাস খায়।তাহলে তো ইসরাইলের সাথে ভারতের প্রীতি থাকা মানে তো – বাংলাদেশের সাথে প্রীতি থাকা যদি ও সবকিছু সমান তালে ঘুরে না। আর একটা কথা – ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় “ ।মোসাদ কোন আবাল সংঘটন নন যে বাংলাদেশর একজন লেভেল ছাড়া রাজনীতিকের সাথে পারিবারীক ছবি তুলে ঘরে টাঙিয়ে রাখার সুযোগ দেবে?? এদেরকে জানতে হলে ট্যালেন্ট হতে হয়!! মোসাদ মোসাদ বলে যারা মিডিয়ায় ফাল পাড়েন, আজে বাজে ছবি দেখিয়ে মিডিয়াকাভারেজ মারেন .. তাদের সাংবাদিকতার নলেজ পায়ের গোঁড়ালি পয্নর্ত বড়জোড়………..!! তাই মোসাদ বোঁসাদ না করে--- যেসব খুনাখুনি নিজের সামনে হয়ে গেছে সেগুলর বিচার করুন।রগরগে কাহিনী ফাঁদার জন্য গলাবাজিই যথেষ্ট।কাজ করতে হলে ঘাম ফেলতে হয়।এসিরুমে বসে কি আর বিচাবিচি হয়?? বাংলাদেশে সরকারের নিরাপত্তা বিশ্লেষক হল তারা যারা দু চারদিন পার্বত্য চট্টগ্রামে ট্রেনিং নিয়ে সামরিক কর্মকর্তা হয়ে দলবাজি করে বিশে্লষক হয়েছেন ..যারা ককটেল ফুটলে বলে বোমা ফুটছে, বোমা ফুটালে বলে মিসাইল মারছে ভাগ্য ভাল বলে নাই “ কারা যেন পারমাণবিক বোমা হামলা চালিয়েছে বাংলাদেশে” —এইরকম ভোদাঁইগুলারে আমরা ট্যালেন্ট বলি !!!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৫০