পায়ে পড়ব বলেছিলাম
মেনে নিয়েছিলাম চাকরজীবন তোমার বাপের বাড়িতে
রাত দিন উদয়াস্ত খাটার পর ও
ঠিকমত করতে না পারার তিরষ্কার পেয়েছিলাম;
এইসব হালচাষের ব্যর্থতায় দন্ডায়িত
নদীর মত দড়ি দিয়ে ঝুলানো হল দেহকায়া
নির্মিত অলৌচিত্যের মঞ্চে নিয়মিত সাজায় খেলা
প্রতিদিন মরি প্রতিদিন বাঁচি- খেলার রাজ্যে
খেলতে খেলতে ডেকে আনি –বর্বর এডলফকে আমন্ত্রণ জানায় রোজকার পাতে
আর জানতে চাই:তোমরা এত ভাল খেল কি করে?
একটাই উত্তর পেলাম: আমার আমলে আমরাই সেরা খেলোয়াড়
অস্বীকার করতে চাইলে বলে
---পরোয়ানা হোক জারি!
ত্যড়ামির দন্ড কার্যকর:কেননা তোমার সময়ে তুমি অধম
আর অধমদের দক্ষিণা দিতে নেয় – পুতুলগুলো এমনই ।।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ সকাল ১১:১৫