তোমার বিস্মৃত কোন প্রেমিক থাকতে নেই
গহীনে অসংখ্য টেরাকোটা দাগ
আমাকে প্রেম শিখাও
আমাকে প্রেম বোঝাও….প্রেমপাণী-প্রার্থী আত্মজ
তোমার নাভিমূল থেকে নাড়ীসুধার এক ফোঁটা জল ঢাল
ফলিত ধরণীতে নবপ্রেম শ্রাবণধারা মিনার খচিতে।
তালদিঘীর কোণায় অপলক দাঁড়িয়ে আছি:বিস্ময় নও
জীবন্ত হয়ে এসো:হে আরাধ্য চন্দ্রাবতী।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯