এ বছর এসএসসিতে বিজ্ঞানবিভাগ থেকে ৯৯২ নম্বর পেয়ে (জিপিএ-৫) উত্তীর্ণ হয়েছে প্রতিবন্ধী জ্যোতি হোসেন।
তার গলা থেকে পা পর্যন্ত অবশ থাকে। হুইল চেয়ারে সার্বক্ষণিক চলাচল মায়ের সহযোগিতায়। মেধাবী এই মেয়ে শিক্ষাজীবন শেষ করে আবহাওয়াবিদ হতে চায়।
তবে, জ্যোতি হোসেন জন্ম থেকে প্রতিবন্ধী নয়। ছোটবেলায় মায়ের সাথে নানিবাড়ি থেকে ফেরার পথে ভ্যান থেকে পড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এরপর সে চলৎশক্তি হারায়। স্পাইনাল ইনজুরির কারণে তার এই অবস্থা।
যশোরের ঝিকরগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পারবাজার কমিশনারপাড়ার বাসিন্দা প্রবাসী কাদের হোসেন ও রেকসোনা হেসেনের মেয়ে জ্যোতি। সে চলতি বছর ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। বাবা মালয়েশিয়া থাকেন।
তার মা রেকসোনা বলেন, দুই মেয়ের মধ্যে জ্যোতি বড়। পরেরজন জেবা নবম শ্রেণিতে পড়্ ২ে০০৭ সালের অক্টোবর মাসে নার্সারিতে পড়ার সময় (বয়স সাড়ে চার বছর) দুর্ঘটনায় পুরো শরীর অকেজো হয়ে পড়ে। হুইলচেয়ারে শুরু হয় পথচলা। ৫ম শ্রেণি পর্যন্ত বাম হাত দিয়ে লেখালেখি করতে থাকে। চিকিৎসার একপর্যায়ে ডান হাতে লিখতো। বাড়ির পাশে পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশুনা করার সময় শিক্ষকদের অসহযোগিতায় স্কুল ছাড়তে বাধ্য হতে হয়।
হার না মানা জ্যোতি, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ে ভর্তি হয়। মা তাকে প্রতিদিন হুইলচেয়ারে করে স্কুলে আনা নেওয়া করতে থাকেন। মায়ের কঠোর পরিশ্রমে জ্যোতি লেখাপড়া চালিয়ে যায়। কিন্তু ডান হাতে দ্রুত লেখা তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রতিদিন ৮/১০ ঘণ্টা পড়াশুনা করলেও দুঃচিন্তা, দ্রুত লিখতে না পারলে পরীক্ষায় ভাল ফলাফল সম্ভব নয়। পরীক্ষার আগে প্রতিবেশী আরেক শারীরিক প্রতিবন্ধী মিষ্টি পরামর্শ দেন তার জন্যে একজন শ্রুতিলেখক নিতে। এরপর স্কুলের সহকারী প্রধানশিক্ষক শিক্ষক নুরুল আমিন মুকুল যশোর বোর্ডে যোগাযোগ করে জ্যোতির ছোটবোন জেবাকে শ্রুতি লেখক হিসেবে মনোনীত করাতে সক্ষম হন।
ঝিকরগাছা এমএল পাইলট সরকারি বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ঝিকরগাছা উপজেলার একমাত্র শ্রুতি লেখক নিয়ে সে পরীক্ষায় অংশগ্রহণ করে।
রেকসোনা জানান, মেয়েটি খুবই মেধাবী; তার খাওয়া-দাওয়া, চলাচল সবকিছুই আমাকে করতে হয়। ঢাকায় সিআরপিতে নিয়ে গেছি। তারা বছরে দুইবার তাকে নিয়ে যেতে বলেছেন। ডাক্তাররা আশ্বস্ত করেছেন, ঠিকমত চিকিৎসা- থেরাপি চললে একসময় সে নিজেই হাঁটাচলা করতে পারবে।
ঢাকায় গেলে প্রতিবার কমপক্ষে ত্রিশ হাজার টাকা খরচ। তার বাবা আর দুই বছর পর দেশে ফিরবেন। আমাদের সহায় সম্পত্তি তেমন নেই। চিকিৎসা আর উচ্চশিক্ষার জন্যে এখন বেশ টাকা পয়সার প্রয়োজন। সরকারের পক্ষ থেকে এখন যদি কোনও সহযোগিতা পাওয়া যায়, তবে মেয়েটি ভাল রেজাল্ট করবে বলে বিশ্বাস করি - বলেন তিনি।
তিনি বলেন, সরকার প্রাইমারি আর হাইস্কুলে প্রতিবন্ধীদের চলাচলে উপযোগী সিঁড়ির ব্যবস্থা করেছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে এমনকী চাকরির জন্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেও একই ব্যবস্থা থাকা প্রয়োজন।
ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক নূরুল আমিন মুকুল বলেন, জ্যোতি খুবই মেধাবী মেয়ে। স্কুলজীবনে তার কাছ থেকে কোনোপ্রকার অর্থ নেওয়া হয়নি। নিয়মিত তার বাসায় গিয়ে খোঁজ-খবর নিয়েছি। তার জন্যে দোতলা বাদ দিয়ে নিচতলায় ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সে বেঞ্চে বসতে পারতো না। তার জন্যে আলাদা টেবিলও তৈরি করে দেওয়া হয়। সুযোগ পেলে সে অনেকদূর যেতে পারবে বলে আমি বিশ্বাস করি।
জ্যোতি বলে, এ সাফল্য আমার মা, বোন, শিক্ষকমণ্ডলীর। তাদের কাছে আমি চিরঋণী। ভাল করে লেখাপড়া শিখতে চাই; যেন কারোর উপর বোঝা না হতে হয়। আমার খুব ইচ্ছে- আবহাওয়াবিদ হওয়ার। না হলে আইনজীবী। শারীরিকভাবে অক্ষম তাই ভাষা আর বুদ্ধি দিয়ে যা করা যাবে, ভবিষ্যতে সেটিই পেশা হিসেবে বেছে নিতে চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২০ বিকাল ৩:১৩