প্রথম যখন খবরটি শুনলাম যে, জাজ মাসুদ রানার প্রথম তিনটি বই যথা, ধ্বংসপাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ নিয়ে মুভি বানাতে যাচ্ছে, তখন খুশির থেকে শঙ্কাই বেশি ছিল। কারণ ছিল ব্যাপ্তি। ঘটনার প্রেক্ষাপটের ব্যাপ্তি।
আমাদের মুভির বাজেট থাকে ১-২ কোটির মত। আর ধ্বংসপাহাড় এর জন্য জাজের বাজেট সম্ভবত ৫ কোটির মত। এই টাকা দিয়ে মাসুদ রানা কে পর্দায় ফুটিয়ে তোলা কি সম্ভব? তিনটি বই আমার একাধিক বার পড়া আছে। তাই আমি জানি এর ব্যাপ্তি কত বড়। বলা বাহুল্য এতে চরম মাত্রার সাইন্স ফিকশন আছে এই তিনটি বইয়ে। ৫ কোটি দিয়ে কিভাবে সম্ভব?
৭০ থেকে ৯০ এর দশক পর্যন্ত বাংলাদেশের এক বিশাল অংশ বড় হয়েছে মাসুদ রানা পড়ে। অন্তত স্মার্টফোন যুগ আসার আগ পর্যন্ত প্রতিটি কিশোর তরুণের হিরো ছিল রানা। বিশেষত আমাদের মত মফঃস্বল থেকে আসা ছেলেমেয়েদের জন্য মাসুদ রানার বই হাতে পাওয়া, আর আকাশের চাঁদ হাতে পাওয়া একি কথা। তখন লাইব্রেরী পেলেই আমরা খুঁজতাম, যদি একটি মাসুদ রানা পাওয়া যায়। কত বই যে এক বসায় পড়ে শেষ করেছি।
সেই রানা আসছে পর্দায়। কিন্তু পর্দার রানা আমাদের কল্পনার সাথে কতটুকু মিলবে? কাজিদার বর্ণনা ও তার সাথে আমাদের কল্পনার রং মিশিয়ে আমরা রানা কে নিয়ে গিয়েছি অনন্য এক উচ্চতায়। কল্পনার রানা কিন্তু শন কনরির মত পারসোনালিটি সম্পূর্ণ, ব্রসনান থেকেও লেডিকিলার, হ্রিতিক থেকেও সুদর্শন, জন আব্রাহাম থেকেও পেশিবহুল। তাই অবচেতন মনেও একটি তুলনা কিন্তু এসেই যাবে। আর তুলনার সাথে প্রাপ্তি একেবারেই যদি মিল না খুঁজে পায় দর্শক, ফলাফল হতে পারে ভয়ানক ।
অনেকেই ০০৭ মানে জেমস বন্ড বিষয় টি নিয়ে আসছেন। জেমস বন্ড বই কিন্তু জনপ্রিয় হয়েছে মুভি আসার পর । কারণ পর্দার শন কনরি এত চমৎকার ভাবে বন্ড কে ফুটিয়ে তুলেছেন যা বন্ড কে করে তুলেছে কিংবদন্তী। তার হাত ধরেই রজার মুর, ব্রসনানরা একে আরো জনপ্রিয় করেছেন।
যাই হোক, কেও না কেও MR9 তথা মাসুদ রানা হবে। তাই সম্ভাব্য প্রার্থী নিয়ে আসুন একটু ভাবিঃ
• শাকিব খানঃ বাংলাদেশের জনপ্রিয় তম নায়ক। তার আসল নাম আবার মাসুদ রানা। এছাড়া আর কোন ক্যাটাগরিতেই কিং খান পরে না।
• আরেফিন শুভঃ অনেকের মতে মাসুদ রানার জন্য সেরা চয়েজ।বিশেষত ঢাকা অ্যাটাকের পারফরমেন্স দেখার পর। দেখতে স্মার্ট, বেশ লম্বা, ফিগারও মন্দ না। তবে ডায়লগ ডেলিভারিতে বেশ সমস্যা আছে। মাঝে মাঝে যা কিনা বিরক্তির উদ্দ্রেগ করে। অভিনয় দক্ষতাতেও গ্যাপ আছে। সব মিলিয়ে যায় না।
• এবিএম সুমনঃ ঢাকা অ্যাটাক কে ভাল কাজ করেছে। তবে হাতে গোনা কয়েকটি কাজে মাসুদ রানা কে ফুটিয়ে তোলা বেশ দুরহ কাজ। শুধু পেশি বহুল ফিগার কি মাসুদ রানার জন যথেষ্ট? মনে হয় না।
• দেবঃ যেহেতু জাজ নির্মাণ করবে মুভিগুলো, তাই কলকাতার অভিনেতাদের কাস্ট করার সম্ভাবনাও একেবারে ফেলে দেয়া সম্ভব না। যাই হোক, এক্ষেত্রে শাকিব খানের মত দেবও শুরুর আগেই বাতিল।
• জিতঃ শাকিব খান, আরেফিন শুভ, দেব থেকে আমি কিছুটা এগিয়ে রাখবো জিত কে। কিছুটা হলেও হয়ত মাসুদ রানার সাথে যায়। কিন্তু তার তামিল এক্সপ্রেশন আর ফিজিক্স এর সূত্র ভাঙ্গা অ্যাকশন এ ক্ষেত্রে বাধা।
• তাসকিন রহমানঃ আমার মতে তাসকিনকে ভাল করে ট্রেইন করতে পারলে পর্দায় ভাল একজন মাসুদ রানা পেতে পারি আমরা। স্ট্রং পারসোনালিটি, ক্ষুরধার সবুজ চোখের দৃষ্টি, ইংরেজিতে সাবলীলতা সব মিলিয়ে ভাল চয়েজ হতেও পারে। দেশের বাইরে বেড়ে উঠা তার ইতিবাচক হতে পারে।
• আমার দিবা স্বপ্ন চয়েজঃ মাসুদ রানার প্রায় ৩০০+ বই পড়া আছে আমার। যতবার আমি বাস্তবে মাসুদ রানাকে খুঁজি ততবার আমি আমার চোখের সামনে একটি ক্যারেক্টার ভেসে উঠে। অন্যের জন্য বিপদে ঝাঁপিয়ে পড়া, টনিকের মত কাজ করা বক্তব্য, সিংহ হৃদয়, ওয়ান অ্যান্ড অনলি মাশরাফি বিন মুরতুজা। ভাই যদি খালি একবার মুভিতে নামত! থাক, দিবা স্বপ্ন নিয়ে না ভাবাই ভাল। আর যদি উপমহাদেশে বেস্ট চয়েজ বলা হয় সেক্ষেত্রে আমি বলবোঃ হ্রিতিক রোশান। একটা অসাম মুভি পেতাম আমরা। আবার দিবা স্বপ্ন।
তবে আশার কথা হচ্চে যে, MR9 কে মুভি হচ্ছে। আমাদের একমাত্র সুপার হিরো মাসুদ রানাই। গোপন মিশন নিয়ে অনেক ত দেশ বিদেশ ঘোরা হল। এবার ফিরে আসুক রানা কাদা মাটির এই দেশে। আমরাও না হয় মতিঝিলে বাংলাদেশ কাউন্টার ইন্টিলেজেন্স অফিস খুঁজতে গিয়ে আরেকবার নস্টালজিয়ার শিকার হলাম। কিংবা নতুন প্রজন্ম, যারা রানাকে চিনে না, তারাও একবার রানাকে নিয়ে গর্বিত হোক।
Good Luck! MR9. See you there.
পর্ব ২ঃ কে হতে পারে রানার পিতৃসম মেজর জেনারেল রাহাত খান?
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩