বাংলাদেশে অনেক কিছুর অভাব আছে। তবে একটা জিনিসের অভাব নেই। সেটা হচ্ছেঃ আবাল শ্রেণী। এই শ্রেণিদের আমরা হরহামেশাই দেখতে পাই, আমাদের আশে পাশেই থাকে তারা। সেটা সমস্যা না। সমস্যা হচ্ছেঃ এই আবাল শ্রেণিদের ১০০% ফেসবুক ব্যাবহার করে। এবং আর কিছু না পারুক লাইক আর শেয়ার করাটা খুব বেশি ভাল পারে। আর হা, ভাল সেলফিও তুলতে পারে।
সম্প্রতি একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে। জিপিএ ৫ পাওয়া ছেলেমেয়েরা খুব সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনি। যেমনঃ জিপিএ মানে কি? আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস কবে? ইত্যাদি। বলা বাহুল্য তারা উত্তর দিতে পারে নাই। যা দেখে আবাল শ্রেণি(মতান্তরে বলদ)ছিঃ ছিঃ করছে। সমাজ টা রসাতলে গেল। ভবিষ্যৎতে কি হবে? আমি অন্য বলছি না। শুধু এ ধরণের ভিডিও গুল কেন ও কিভাবে হয় তার ব্যাখ্যা করছি। জাজ করার দায়িত্ব আপনাদের।
একটি প্লট ভাবনঃ
““ আপনার প্রডিউসার/মালিক আপনাকে একটি ভিডিও করতে বলেছে সদ্য জিপিএ ৫ পাওয়া ছাত্রদের নিয়ে। মালিক চান আপনার বানানো ভিডিওটা অনলাইনে ভাইরাল মানে ভয়ানক জনপ্রিয় হোক। অনেকটা-আমি জুনায়েদ স্টাইলের। ওনি আপনাকে খরচও দিয়েছেন। আর যত লাইক, শেয়ার তত আপনার পকেটও ভারি হবে। মানে ৫০K হলে এত, ৮০K লাইক হলে এত। আর যদি ১ লাখ ক্রস করে তাহলে ত কথাই নেই। বোনাস!!! তাহলে কি দারকার এ মুহূর্তে? একটি ধাক্কা দেয়া। যা সবাইকে ভালভাবে ধাক্কা দিবে। তার মনোজগত কে কাঁপিয়ে দেবে। তখন আপনি কি করলেন। এলাকার কিছু ছোট ভাই,ব্রাদার/বোন কে ধরলেন। তাদের কাছে কিন্তু আপনি আইডল। কারণ আপনি জব করেন মদন টিভি/ রেডিও কুদ্দুস এ। তাদের সবাই কে আপনি ২০০ টাকা করে দিবেন। আর টিভি তে মুখ দেখানি ফ্রি ফ্রি। ছোট ভাই,ব্রাদার ত মহা খুশি। ২০০ টাকা আবার টিভি তে মুখ দেখনি। আর কি লাগে। জিপিএ মানে কি এটা ত দুরের কথা নিজের নামও পারলে তারা ভুলে যায়। ৫০% কাজ ডান।
আর ৫০%??? তার জন্য আপনার দরকার কিছু নার্ভাস ছেলে মেয়ে। যারা টিভি ক্যামেরা দেখলেই যাদের হাত পা শুকিয়ে যায়। হাত পা পারকিন্সন রোগীদের মত কাপতে থাকে সামান্যতেই। যদি ২০ জনের ইন্টারভিও নেন, ২-৩ জন পেয়েই যাবেন।যাদের কাছে প্রশ্নের উত্তর দেবার থেকে-আমি জানি না, বলে অনেক সহজ। আপনার কাজ ১০০% সফল""।
আপনার ভিডিও ভাইরাল।
আপনার পকেট ভারী।
আপনার জাহাপন/মালিক খুশি(তার পকেট একটু বেশিই ভারী)
আবাল শ্রেণিও খুশি। কারণ, তাহাদের শেয়ার করা পোস্ট এ প্রচুর লাইক/শেয়ার হচ্ছে।
মার্ক জুকার মিয়াও খুশি। কারণ বাংলাদেশ থেকে ইদানীং ইনকাম টা ভালই হচ্ছে।
Congratulations above all of you.
Carry on…………….
বিঃদঃ আমি বলছি না যারা জিপিএ ৫ পেয়েছে তারা সব আইনস্টাইন। আমরা পরিচিত কয়েকজন আছে যারা জিপিএ ৫ পেয়েছে কিন্তু তারা খুবই সাধারণ মানের ছাত্র। কিন্তু তার মানে এই না যে জিপিএ মানে কি- এটা তারা জানবে না। এটি মার্কেটিং স্টান্ট ছাড়া কিছুই না।
কিন্তু আবাল শ্রেণি ত তা বুঝতে অক্ষম।
কবির ভাষা একটু বদলে তাই “তোরা সব আবার শ্রেনীর জয়ধ্বনি কর”
কৃতজ্ঞতা+ উৎসর্গ ঃ Senior ASP Mashroof Hossain ভাই কে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৪৬