ধান্ধাবাজির ক্ষেত্রে গ্রামীণ ফোন যে এক নাম্বার তা তারা আবার প্রমাণ করলো।
সম্প্রতি তারা তাদের সবথেকে পুরোন সিরিজ ০১৭১১ পুনরায় বিক্রি শুরু করে। মূলত যারা এ পুরানো সিরিজের নাম্বার আর ব্যবহার করছে না(অর্থাৎ লক করা নাম্বার গুলো),সেগুলই বিক্রি করছে।
যেখানে নতুন সিমের দাম ১০০-১৫০ টাকা সেখানে দাম রাখা হচ্ছে ২০০০ থেকে ৩০০০০ টাকা। এভাবে তারা ১৬ লক্ষ সিম বিক্রি করার টার্গেট নিয়েছে। ২০০০ টাকা করে দাম রাখা হলে মোট টাকা ৩২০ কোটি। কি বুঝলেন? বিনা পয়সায় ৩২০ কোটি টাকা প্রফিট।
গ্রামীণ ফোনের ধারণা ০১৭১১ সিরিজ দেখলেই মানুষ ভাববে আরে এত আগের সিম!! এভাবে তার সামাজিক মর্যাদা সহজ কথায় ভাব (show off)বাড়বে। আর এভাবেই গ্রামীণ ফোন বাঙ্গালীর রক্ত চুষে খাবে।
তবে স্মার্ট চোর ত, ঠিকি ই BTRC র কাছ থেকে অনুমতি আদায় করে নিয়েছে। অতি বেশি দামের বিষয় টি সম্প্রতি BTRC র নজরে এসেছে। তবে যতদিন BTRC এটি বন্ধ করবে ততদিন গ্রামীণ ফোন কয়েক শ কোটি টাকা লাভ করে ফেলবে।
অনেকে এটিকে আইডিয়া বলবে, আমি বাটপারি ই বলবো
আসলে আমাদের রক্ত চোষা মনেহয় সব থেকে সহজ।
কেও দারিদ্র্য কে জাদুঘরে পাঠাবে বলে রক্তচোষে
কেওবা আবার ব্রিটেন থেকে স্যার উপাধি সহকারে রক্তচোষে
কখন কাছে/দূরে থাকুন বলে রক্ত চোষে