কেউ কথা রাখেনি, দশ বছর কাটলো কেউ কথা রাখেনি
সকালবেলায় এক লীগকর্মী আমার ভোট হঠাৎ থামিয়ে বলেছিলো
লাল শুক্রবারের দিন ভোটটুকু দিয়ে যাবে
তারপর কত লাল,নীল শুক্রবার এসে চলে গেল, কিন্তু সেই শুক্রবার আর এলো না
দশ বছর প্রতীক্ষায় আছি ।
.
ইসি কমিশনার রকিব উদ্দিন বলেছিল, অপেক্ষা করো বোকাচোদা
তোমাকে আমি দ্বিপ্রহরের সময় ভোট দিতে নিয়ে যাবো
সেখানে ধানের শীষ এর মাথায় নৌকা আর
লাঙল খেলা করে !
রকিব উদ্দিন, আমি আর কতক্ষণ অপেক্ষা করবো?
আমার পায়ের নিচে শিকড় গজালে তারপর তুমি আমায় দ্বিপ্রহরের ভোট দেওয়াবে
.
একটাও খেলনা বন্দুক কিনতে পারিনি কখনো..
চাপাতি বন্দুক দেখিয়ে নির্বিচারে সিল মেরেছে ছাত্রলীগের ছেলেরা
ভ্যাবলার মতন ভোট কেন্দ্রে দাঁড়িয়ে দেখেছি ভেতরে ভোট উৎসব
অবিরাম নাক দিয়ে হিঙ্গিল পড়া ছোট্ট ছেলেগুলো ভোট দিয়ে কত আমোদে হেসেছে
আমার দিকে ওরা ফিরেও চায়নি !
.
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন আমরাও...
.
বাবা এখন মৃত্যুপ্রায়, আমাদের ভোট দেয়া হয়নি কখনো
সেই হুমকি ধামকি, সেই চাপাতি পিস্তল সেই জাল ভোট উৎসব
আর কেউ ঠেকাতে পারবে না !
.
ব্যালট পেপারে সবার প্রতীক রেখে ইসি বলেছিল,
যেদিন দেশকে সত্যিকারের ভালবাসবে
সেদিন এদেশেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন হবে !
.
ভোটের জন্য আমি হাতের মুঠোয়
ভোটার আইডি নিয়েছি
বাড়ন্ত কপালে বেঁধেছি লাল সবুজ কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮াট ছোটপতাকা
তবু কথা রাখেনি ইসি , এখনও সে কোন দলের চামচা !
কেউ কথা রাখেনি, দশ বছর কাটলো,
কেউ কথা রাখেনা !
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২