১.রহিম সাহেবের ওজন 60 কেজি। একদিন সন্ধ্যায় 200গ্রাম চানাচুর এবং 50গ্রাম মুড়ি একত্রে পেয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খান। খাওয়ার 5মিনিট পরেই তার পেটের ভিতরকার চাপ বাড়তে থাকে এবং অনবরত বিভিন্ন তীব্রতার শব্দের বাতকর্ম করতে থাকে।
ক. চানাচুর কোন কোম্পানীর ছিলো?
খ. বাতকর্মের শব্দ ও গন্ধ ব্যস্তানুপাতিক- ব্যাখ্যা করো
গ. উদ্দীপকের আলোকে বাতকর্ম সাধনের পর আশেপাশের বায়ুর ঘনত্বের কিরুপ পরিবর্তন হয়েছিলো-গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
ঘ. যদি মুড়ি 200 গ্রাম এবং চানাচুর 50 গ্রাম হত, তাহলে খেতে কম সময় লাগত, এবং এক্ষেত্রে গন্ধের কোনো পরিবর্তন হত কী? শক্তির নিত্যতা সূত্রকে কি সমর্থন করে?
২.একটি ছেলে এবং একটি মেয়ে পরস্পরকে 84620 নিউটন বলে আকর্ষণ করে। ছেলে মেয়ে উভয়কে একটি দেয়ালে 12 কিমি পার সেকেন্ড বেগে আছড়ে ফেলা হল। এতে দুই জনই সমকামী হয়ে গেল।
(ক) নিউটন কি সমকামী ছিলেন?
(খ) সমকামী হবার পর ছেলেটির চৌম্বকত্ব কি পরিবর্তিত হবে?
(গ) আছড়ে ফেলার পর ছেলেটি আর পূর্বের ন্যায় আচরণ করল না কেন, ব্যাখ্যা কর।
(ঘ) যদি ছেলে মেয়ের মাঝে আকর্ষণ দশগুণ বেশি হত, তাহলে আছড়ে ফেলার পর কি তারা সমকামী হত? নিজের মতের গাণিতিক বিশ্লেষণ কর।
আরেকটা প্রশ্ন-
আসাদ সাহেবের পরনের লুঙ্গিটির বাতাসে ওজন 1 নিউটন এবং পানিতে ওজন 0.6 নিউটন। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। লুঙ্গিটি আসাদ সাহেব দুই গিট্টু দিয়ে পরেন, ফলে পেটের ওপরে 4 প্যাসকেল চাপ পড়ে। আসাদ সাহেবের ব্লাডারের পরিধি 28 সে.মি.। নদীতে নেমে গোসল করার সময় স্রোতের গতিবেগ যদি ঘণ্টায় 50 কিমি হয়, তবে লুঙ্গি খুলে হারিয়ে যেতে কত সময় লাগবে?