একটা তাজমহল হয়তো বানাতে পারব না,
তবু গড়বো বাবুই পাখির মত ছোট্ট সুখের এক নীড়।
শুধু একবার হাসো আমার পানে চেয়ে!
আকাশের ঐ চাঁদটা হয়তো এনে দিতে পারব না,
তবু চাঁদনী রাতে সেই হাসির সৌন্দর্য্যে মুগ্ধ হব।
শুধু একবার কাছে ডাকো আমায়!
সাত-সমুদ্র তের-নদী হয়তো পাড়ি দিতে পারব না,
তবু ছুটে আসব তোমার হৃদয়ের আহবানে সাড়া দিতে।
শুধু একবার আসো আমার সাথে!
এভারেস্ট কিংবা মঙ্গলে হয়তো নিয়ে যেতে পারব না,
তবু দেখাব তোমায় আমার হৃদয়ে থাকা অজস্র স্বপ্নের পাহাড়।
শুধু এক টুকরো ভালবাসা দাও আমায়!
প্রতিদানে হয়তো তেমন কিছুই দিতে পারব না,
তবু সেই ভালবাসা ধরে রাখব জীবনের শেষ নিশ্বাসটি পর্যন্ত।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১০ বিকাল ৫:০১