বাইরে "ধুমধাম বাজী ফোটার শব্দ। পাড়ার মোড়ে ফানুস বিক্রির দোকান বসেছে। শিশুদের মধ্যে তুমুল উত্তেজনা নতুন বছরকে বরণ করে নেওয়ার। বিভিন্ন বাসার ছাদে পিকনিকের আয়োজন শুরু হয়েছে, সুস্বাদু খাবার রান্নার সুবাসও ভেসে আসছে বাতাসে। আসলে বাঙালী উৎসব প্রিয়, যেকোনো উৎসবে তারা মেতে উঠেন বিপুল উৎসাহ নিয়ে।
প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন টুরিস্ট স্পষ্টগুলো লাখো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে, তবে এবারের চিত্র ভিন্ন। আমাদের গর্বের কক্সবাজার সমুদ্র সৈকতে এবার পর্যটক কম। আশাকরি ভবিষ্যতে কক্সবাজারে পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতেও লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হবে আমাদের প্রিয় এই সমুদ্র সৈকত।
নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক এটাই নতুন বছরের প্রত্যাশা।
চলছে ফানুস উড়ানোর প্রস্তুতি
এভাবেই পিকনিক চলছে প্রতিটি পাড়া মহল্লায়
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৮