গত কয়েকদিন ধরেই বইমেলায় যাওয়ার কথা ভাবছিলাম, অবশেষে ছুটিরদিনে সিদ্ধান্ত নিয়েই ফেললাম মেলায় যাওয়ার। শুক্রবার ছুটির দিন হওয়ায় বইমেলায় উপচে পড়া ভিড়। বিশাল লাইন দেখে বেশ বিরক্তি নিয়েই মেলায় প্রবেশ করলাম।দেখে মনে হল ছুটিরদিনে ঢাকা শহরের সব মানুষ আজ বই মেলায় চলে এসেছে।
মেলায় প্রবেশ করতেই বেশকয়েকটি নজরকাড়া স্টল চোখে পড়লো এবারের মেলায়।
অন্যপ্রকাশের স্টলের উপরের অংশের ব্যালকনী হুমায়ুন স্যারের প্রতিকৃতি দেখে বুকের ভিতরটা হাহাকার করে উঠলো। মনে হল সেইসময়ের কথা যখন আমরা শুধুমাত্র স্যারের বইকেনার জন্যই মেলায় যেতাম,আর স্যার অটোগ্রাফ দিতে দিতে হিমশিম খেয়ে যেতেন। আজ বইমেলা আছে কিন্তু স্যার নেই।
মেলায় ঢুকে কিছুক্ষণ ঘুরাঘুরির পর উৎস প্রকাশনীর প্যাভিলিয়নে দেখা হল সামু ব্লগের অন্যতম নক্ষত্র ব্লগার কাওসার ভাইয়ের সাথে।কাওসার ভাই খুবই আন্তরিক মানুষ এবং আমার প্রিয় মানুষদের একজন। এবারের বইমেলায় উনার লেখা গল্পের বই বায়স্কোপ ব্যাপক সাড়া ফেলেছে।
বাংলা একাডেমীর ক্যান্টিনে দেখা হল আহমেদ জি এস এবং সৈয়দ তাজুল ইসলাম ভাইয়ের সাথে। আহমেদ জি এস ভাইয়ার মত একজন গুনি ব্লগারের সানিধ্য পেয়ে সত্যি ধন্য হলাম।
এক রঙ্গা এক ঘুড়ি স্টলের সামনে দেখলাম সামু ব্লগারদের মিলনমেলা, একে একে দেখা হল, কাল্পনিক_ভালবাসা, নীলসাধু,প্রামাণিক, অগ্নি সারথি ভাইয়াসহ আরো বেশ কয়েকজন গুণি ব্লগারের সাথে। চললো তুমুল আড্ডা।
অতঃপর কিছু প্রিয় মানুষের সাথে চমৎকার একটি বিকেল কাটিয়ে এবার ঘরে ফেরার পালা।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯