গতকাল (৩০/০৪/২০১৬) তারিখে এক বিশেষ বান্ধবীর মন রক্ষা করতে গেলাম স্বপ্ন সুপার শপের আজিমপুর আউটলেট এ । এর আগেরবার যখন গিয়েছিলাম, তখন আমার বিলেল সাথে রুই মাছের ৫০০ টাকার বিল ঢুকিয়ে দিয়েছিলো। অনেক কিছু কেনার কারনে তখন বুঝতে পারিনি। ভেবেছি হয়তো ঠিক আছে কিনতু বাসায় এসে বিলের কাগজে দেখি রুই মাছ বাতত ৫০০ টাকা অথচ আমি রুই মাছ নেইনি। পরে বিশ বিশ চল্লিশ টাকা ভাড়া দিগয়ে গিয়ে ৫০০ টাকা ফেরৎ এনেছি।
গত কাল স্বপ্ন সুপারশপ থেকে থেকে কিছু জিনিষ কিনলাম।
জিনিষ গুলোর বিবরন ও দাম
০১. গার্নিয়ার ম্যানওয়েল ক্লিয়ার ফেসওয়াস (সাথে রেজার ফ্রি) দাম ১৪০/-
০২.প্রাণ মিস্টার নুডুস (৪০*১৪ প্যাক) দাম ২৫০/-
০৩. প্রতিভা তেজপাতা ৫০গ্রাম , দাম ২২/-
০৪.জিরোক্যাল ৭৫ পিস বক্স , দাম ১৭৫/-
তাহলে সব মিলিয়ে দাম আসে ১৪০+২৫০+২২+১৭৫= ৫৮৭টাকা
কিন্তু আমাকে একটা হাতে লেখা বিল ধরিয়ে দিলো, যাতে কোন তারিখ দেয়া নাই, আর বললো আপনার বিল ৫৯৯/-
হাতে লেখা বিলের কপি:
আমি বললাম বিল তো ৫৮৭/- টাকা হয়েছে তাহলে ৫৯৯/- চাচ্ছেন কেন? ম্যানেজার বললো বাকিটা ভ্যাট। আমি বললাম তাহলে (৫৯৯-৫৮৭=১২) বারো টাকার একটা ভ্যাট চালান দেন
তিনি আমাকে ক্লিয়ার জানিয়ে দিলেন হাতে লেখা কোন মুসক১১/ক এর চালান পত্র তারা দিবে না, তখন আমি বললাম তাহলে আমিও অতিরিক্ত ভ্যাটের টাকা দেবো না। তারপর তারা আমাকে পজ মেশিনে বিল দিতে বাধ্য হয়। আবার সেখানে গিয়ে দেখি ভ্যাটের টাকা ২৩.৪৮ টাকা । অর্থাৎ আমি ১২ টাকার চালান নিলেও তারা ভ্যাট ফাকি দিতে পারতো ২৩.৪৮-১২= ১১.৪৮ টাকা।
পজ মেশিনে বিলের কপি
কিন্তু পজ মেশিনের বিলে দেখলাম মূসক ১১/ক এর বিন দেয়া আছে। সাথে সাথে বিন টা চেক করে দেখি সেটি আপডেট করা আছে
স্বপ্ন আমার কাছ থেকে ২৩.৪৮ টাকা ভ্যাট মেরেছে । এভােব প্রতিদিন যদি ১টা আউটলে থেকে ২০০ কাস্টমার থেকে ২৩.৪৮ টাকা মারে তাহলে ডেইলি ৪৬৯৬ টাকা। আর যদি ৫০টা আউটলেট থেকে মারে তাহলে ডেইলি ২লক্ষ ৩৪হাজার আটশ টাকা। মাসে ৭০ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এবং বছরে সাড়ে আট কোটি টাকা ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ দুপুর ২:০৩