২০১২ সালের ১৯ জুলাই, ক্যান্সারের কাছে হেরে গেলেন স্বাধীনতা পরবর্তী সময়ের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। ২০১৫ সালে তার মৃত্যু বার্ষিকীতে ভক্তদের সংগঠন #হিমু-পরিবহন নুহাশ পল্লী গেলে সেখান কার কর্মচারি মোশারফ হোসেন তার প্রিয় হুমায়ূন আহমেদ স্যার কে নিয়ে তার নিজের লেখা ও সুর করা গানটি সবাইকে শোনান।
ইউ টিউব লিংক এখানে
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে?
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে?
হুমায়ুন স্যার, মাটির ঘরে যাইয়া, হায়রে মাটির ঘরে যাইয়া।তোমার সজল প্রিতি সবাই কান্দে, আত্ব হারা হইয়া রে..
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে ? হুমায়ুন স্যার, লিচু তলায় যাইয়া, হায়রে লিচু তলায় যাইয়া।
হোয়াইট হাইজ,বৃষ্টি বিলাস, ভুত বিলাস রয়েছে পড়িয়া, হায়রে রয়েছে পড়িয়া।
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে।হুমায়ুন স্যার, মাটির ঘরে যাইয়া, হায়রে মাটির ঘরে যাইয়া।
তোমার লীলাবতি দীঘি কান্দে, তোমার ও লাগিয়া রে....
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে।হুমায়ুন স্যার, মাটির ঘরে যাইয়া, হায়রে মাটির ঘরে যাইয়া।
নুহাশ পল্লীর বৃক্ষ কান্দে তোমার ও লাগিয়া রে...
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে।হুমায়ুন স্যার, মাটির ঘরে যাইয়া, হায়রে মাটির ঘরে যাইয়া।
নুহাশ কান্দে, নিষাদ কান্দে, নিনিত থাকে তোমার পথের পানে চাইয়া, হায়বে তোমার পথের পানে চাইয়া।
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে? হুমায়ুন স্যার, মাটির ঘরে যাইয়া, হায়রে মাটির ঘরে যাইয়া।
গর্ভধারিনী মাতা কান্দে, তোমার কবরে বসিয়া রে....
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে।হুমায়ুন স্যার, মাটির ঘরে যাইয়া, হায়রে মাটির ঘরে যাইয়া।
বাংলাদেশের সবাই কান্দে তোমার ও লাগিয়া রে...
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে ?।হুমায়ুন স্যার, মাটির ঘরে যাইয়া, হায়রে মাটির ঘরে যাইয়া।
আরো কান্দে শাওন আপুয়, তোমার ও লাগিয়া রে....
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে।হুমায়ুন স্যার, মাটির ঘরে যাইয়া, হায়রে মাটির ঘরে যাইয়া।
নুহাশ পল্লীর মোশারফ কান্দে, তোমার ও লাগিয়া রে..
কি ঘুমে ঘুমাইয়া রইলা রে।হুমায়ুন স্যার, মাটির ঘরে যাইয়া, হায়রে মাটির ঘরে যাইয়া।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭