শত কাব্য সাহিত্যের মাঝ থেকে কিছু কবিতা, কিছু কথা বারবার মনের পর্দায় ঘুরে ফিরে যায়। একটা সংকলন করলাম। কারো ভালো লাগলে জানাবেন । অথবা যদি কোনটা ভাল না লাগে তাও জানাবেন।
আর যদি আপনার ও থাকে প্রিয় কোন কবিতার লাইন অথবা প্রিয় কোন কথা জানানোর অনুরোধ রইল।
১. বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যানকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান
মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
------নজরুল ইসলাম
২. বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি
দেশে দেশে কত নগর, কতনা রাজধানী।
মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,
কত না অজানা জীব, কত না অপরিচিত তরু,
রয়ে গেল অগোচরে।
-------রবীন্দ্রনাথ ঠাকুর
৩. তবু যতক্ষন দেহে আছে প্রাণ
প্রান পণে করে যাব সংগ্রাম
সরাব এ জঞ্জাল
এই পৃথিবীকে বাস যোগ্য করে যাবই
নব জাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
-------সুকান্ত ভট্টাচার্য
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২১