দয়াকরে কেউ একটা ভাল মানের লেখা পোষ্ট করেন। আলপনা তালুকদারের হাত থেকে আমাকে বাচাঁন।
সাধারণত: সময়ের অভাবে আমি কোন পোষ্ট দিতে পারিনা। তবে ঘুমোনোর আগে প্রিয় ব্লগে অন্তত একবার হলেও ঢুঁ মারা হয়। ইদানিং ব্লগে প্রবেশ করলেই সামু কর্তৃপক্ষের আহা কি পছন্দের "বাবামাই সন্তানকে নির্যাতন করেন সবচেয়ে বেশী" পোষ্ট খানা চোখের সামনে ভেসে উঠে। কি একখানা পোষ্টরে ভাই, সেই যে স্টিকি করা হয়েছে, আর এটাকে সরানোর নামগন্ধ নেই। তাদের দোষ দিয়ে লাভ নেই, আমরা তাদের দৃষ্টিতে ভাল কোন পোষ্ট উপহার দিতে পারছিনা, তাই সরছে না। অন্ধকার দূর করতে হলে আলোর ব্যবস্থা করতে হবে। নইলে অন্ধকার যাবে না।
"বাবামাই এই নস্মর পৃথিবীর একমাত্র স্বার্থহীন" বাকি সব কোন না কোন স্বার্থেই কিছু করে। বাবামাই একমাত্র ব্যাক্তি যিনি সন্তানের জন্য নিজের জীবন বাঁজি রাখে, নি:স্বার্থে।
দু'একটি দূর্ঘটনা ঘটতেই পারে, এবং সেটা তাদের ব্যাক্তিগত জীবনের পদস্খলনের কারণে। সে জন্য এভাবে ঢালাও ভাবে বাবামাকে দোষারোপ করা যায় না। মনে কষ্ট লাগে। সামু পেজ ওপেন হওয়া মাত্রই একটা বিষাক্ত তীর এসে অন্তরে আঘাত করে। তাই আমার প্রথিত যসা ব্লগার ভাইদের দৃষ্টি আকর্ষন করবো যে, দয়াকরে কেউ একটা যুতসই পোষ্ট উপহার দিন। যে বাবামার কষ্টের কথা মনে পড়লে এখনো চোখে পানি চলে আসে, সেই বাবামাকেই দোষারোপ। ছি......।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩