প্যারিসে যে হামলা হয়েছে সেটা ধর্মীয় নয়, রাজনৈতিক। এটা খ্রিস্টানের বিরুদ্ধে ইসলামের হামলা নয়, ফ্রান্সের বিরুদ্ধে আইএস এর হামলা। পশ্চিমাদের বিরুদ্ধে ইরাক, সিরিয়া, লিবিয়ার ভুক্তভোগীদের হামলা। ফ্রান্স যদি আজ ইরাক, সিরিয়া, লিবিয়ায় হামলা না চালাত তাহলে আইএসও তাদের দেশেও এমন হামলা চালাত না। কৈ আইএস তো ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকায় হামলায় চালায়নি। এরাও তো খ্রিস্টান দেশ, কৈ সেখানে তো হামলা হয়নি। হয়নি কারণ তারা আফগানিস্থান, ইরাক, সিরিয়া, লিবিয়ায় হামলা চালায়নি। তারা দেশগুলোতে হামলা চালিয়ে ধংস করেনি, সেই সব দেশে লাখ লাখ মানুষকে লাশ বানায়নি। যদিও অনেক উস্কানি দাতা এটাকে ইসলামিক হামলা তথা ইসলামের হামলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, কিন্তু দুইজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনলে আপনার ধারণা পাল্টাবে। * কনসার্ট স্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারীদের একজনকে তিনি বলতে শুনেছেন সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করায় ফ্রান্সকে এই শাস্তি পেতে হলো। * পিয়েরে জানাসজ্যাক নামের ওই ব্যক্তি বলেন, ‘আমি পরিস্কার শুনেছি তারা বলছে এটি তোমাদের প্রেসিডেন্টের ভুল, সিরিয়ায় হামলা চালিয়ে সে ভুল করেছে। তারা ইরাকের কথাও বলেছে।’ তোমরা ওদের দেশে আগে হামলা চালিয়েছ, তার প্রতিক্রিয়া তোমরা এখন ভোগ করতেছ। প্লিজ এখানে ইসলামকে টানবেন না, এটা তোমাদের রাজনৈতিক খেলা। প্রত্যেক আগ্রাসনই ভুক্তভোগী মানুষের মনে ক্ষোভ জন্ম দেয়, সেখান থেকে হয় এমন বিদ্ধংসী প্রতিক্রিয়া। আচ্ছা, * পাকিস্তান যদি ইন্ডিয়ায় হামলা চালায়, ইন্ডিয়া কি তার প্রতিক্রিয়া দেখাবে না? * ইন্ডিয়া যদি চীনে হামলা চালায়, চীন কি তার প্রতিক্রিয়া দেখাবে না? * ফিলিস্তিন যদি ইজরাইলে হামলা চালায়, ইজরাইল কি তার প্রতিক্রিয়া দেখাবে না? * আমেরিকা যদি রাশিয়া হামলা চালায়, রাশিয়া কি তার প্রতিক্রিয়া দেখাবে না? * তাহলে তোমরা কিভাবে ভাবছ, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়ায় হামলা চালিয়ে সেসব দেশের জনগণ থেকে কোন প্রতিক্রিয়া পাবে না। - রক্ত মাংস শুধু তোমাদের আছে, ওদের কি নেই?? - জীবন কি খালি তোমাদেরটা মূল্যবান, ওদেরটা কি নয়?? - সুখ, শান্তিতে পরিবার নিয়ে বসবাস করার খালি অধিকার কি তোমাদের আছে, ওদের কি নেই? - স্বপ্ন কি খালি তোমাদেরই দেখার আধিকার আছে, ওদের কি নেই? তাহলে কেনো অন্যদের দেশে আগ্রাসন চালিয়ে নিজ দেশে এমন হামলার উস্কানি দাও? তবে আমি বঙ্গমিত্র কোন প্রকার হামলার বিরোধী। আমি যেমন সমর্থন করি না আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, লিবার উপর আগ্রাসনের, ঠিক তেমনিই সমর্থন করি না আমেরিকার, ফ্রান্স কিংবা জার্মানির উপর। কারণ এখানে কারোর লাভ হয় না, লাভ হয় অস্ত্র আর তেল ব্যবসায়ীদের। মাঝখানে বলি হয়ে লাখো নিরাপরাধ সাধারণ মানুষ, হত্যা হয় মানবতার। যুদ্ধের নয়, মানবতারই জয় হোক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক, পৃথিবীতে শান্তিতে বসবাসের তৌফিক দান করুক। আমিন
ফেসবুক থেকে facebook link
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬