শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম।পথ আগলে দাঁড়ালো রফিক,সালাম, বরকত, শফিউর ...
রফিক: হাতে ফুল নিয়ে কই যাও চান্দু?
আমি: জী ভাই,শহীদ মিনার যাচ্ছি ।
সালাম: ফুল দিয়ে কি হবে?
আমি: না, মানে আপনাদের স্মরণ করবো।আপনাদের আত্মা শান্তি পাবে।
বরকত:হা হা হা! চান্দু,হাসাইলা মোরে।কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়? কখনো আমাদের কারও কবর জিয়ারত করেছো? কখনো দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো??
আমি:জী..না… মানে…
রফিক: হুমম,প্রতি বছর এভাবে কত টাকার ফুল দিয়ে আমাদের শ্রদ্ধা জানাও?
আমি:না মানে… কোটি টাকার বেশী হয়ত ।
শফিউর:আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউকি খোঁজ নিয়েছো?
সালাম: আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহকরে, তার কি কোন খবর কেউ রেখেছো?
আমি: না মানে…ভাই,আসলে জীবনতো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিবো?
বরকত: যুদ্ধ তো করেছে মুক্তিযোদ্ধারা তাহলে তাদের নাতি পুতিরা কেন এত সুযোগ সুবিধা পায়?
শফিউর: বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি কিছু বইলো না। বেশি উস্কালে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামে ওরা আরেকটা পার্টি বানাবে ...[ফুল দেয়া হলো না,বাসায় ফিরে আসলাম।আর কোনদিন ফুল দিতে যাব না।] -[ কাল্পনিক কথোপকথন ]
কাল্পনিক হলেও আমার মতের সাথে, মনের সাথে মিলে গেছে। তাই ফেসবুক থেকে পাঠকদের উদ্দেশ্যে হুবহু কপি- পেষ্ট করলাম।
পাঠক! দয়াকরে আজে বাজে কমেন্ট না করে একটু ভাবুন এবং মতামত পেশ করুন।