দুঃখিত জিহাদ, আমরা তোমাকে বাচাঁতে পারিনি, আমাদের সরকার তোমাকে বাচাঁতে পারেনি, আমাদের টাকায় খেয়ে পরে বেচেঁ থাকা ফায়ার সার্ভিসও তোমাকে বাচাঁতে পারেনি, বাচাঁতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর দায় তুমি কাকে দিবে তা জানিনা।তুমি ছিলে নিশ্পাপ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি কাকে দায়ী করবে তা আমি জানি না।
তবে জিহাদ! আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদেরকে ক্ষমা করে দিও, মহান আল্লার দরবারে এ বিচারে উঠায়ো না, কেননা আমরা সাধারণ জনগণ ছিলাম নিরুপায়।
তোমার মৃত্যুর পর আমাদের সুযোগ দেয়া হয়েছে, আমরা তোমার লাশটা অন্তত উঠাতে পেরেছি। তোমার সাথে আমরা একটুও বেঈমানী করিনি।
হে আল্লাহ! তুমি বাংলাদেশের সাধারণ জনগণকে মাফ করে দিও। আমীন