আইজক্যা ঘুম থেকে ওইডা এইডা কি হুনলাম....। নাট্যকার অলৌকিক হাসানের ......খবর ।নববিবাহিত এই ব্লগার বৌয়ের চাপাচাপিতে বাজার করতে যান ভোরবেলা ।বাজারের লিস্ট একগাদা মাছ ।যার কোনটাই ভাইয়ে চেনেন না । রিকসাওয়ালাকে টুস দিতে দিতে কোনমতে রাজধানীর কোন এক বাজারের সন্ধান পেলেও মাছের সন্ধান তো আর রিকসাওয়ালার কাছে পাওয়া যায়না ।
......ভেটকি মাছের বদলে তিনি একগাদা ডেগসি আর মাগুর এর বদলা হিসেবে বাজার থেকে নিয়ে আসেন সোয়াসের গুড়....।বাসায় ফেরার পর
নতুন বউয়ের বটির কোপে অলৌকিক হাসানের মৃত্যু ।।।।
হে হে হে হে । আগেই কইছিলাম ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৩৫