#১.
জানিস নিমাই,
তোকে চিঠি লিখবো ভেবেছি,
ঘুম থেকে জেগে নতুন ভোরের আ্লোকছটা গায়ে মাখাটা আমার বড় বিলাসিতা ; খাবার খুঁজতে বেরুতে হবে।।
তাই সৃষ্টিকে খুশি করতে স্রষ্ঠাকে খোঁজার ফুসরত পাইনি । আসলে সৃষ্টিতো খুশি হয়না কখন ও ।।
নিলর্জের মত বয়ে চলেছি নিজের ভার মানুষ রূপী দু"পেয়ো জন্তু হয়ে অন্তহীন পথে তারছেঁড়া।।
ইতি,
ঘাসের ডগার শিশীর।।
#২.
নিমাই?
কি? বদ্দা!
তোর কাছে কি কিছু সময় হবে?
কেন ? বদ্দা!
স্বপ্ন দেখবো বলে।।
কি যে কন না বদ্দা , আমার কি স্বপ্ন দেখা সাজে?
কেন রে?
সে তো সনদ পত্রের সাথে বেঁচে দিয়েছি পেটের দায়ে , কর্তা যখন কয় তখন দেখি; উনি দেখান বলে।। তুমিই কন বদ্দা "হকার , বাঁচাল, বাটপার, চাঁপাবাজদের কি স্বপ্ন দেখা মানায়"?
কি , বলিস আবোল তাবোল এসব?
ক্যান বদ্দা! তুমিইতো কন " সৃষ্টিকে খুশি করতে স্রষ্ঠাকে খোঁজার ফুসরত পাইনি । আসলে সৃষ্টিতো খুশি হয়না কখন ও ।।
নিলর্জের মত বয়ে চলেছি নিজের ভার মানুষ রূপী দু"পেয়ো জন্তু হয়ে অন্তহীন পথে তারছেঁড়া।।"
আসলেই ভুলে গেছিরে নিজেকে বিকোতে আজ বিদ্বগ্ধ সণ্যাসীর বেশে।।।
পরিশেষে: শুভ ব্লগিং ..................ভাল থাকুন...