এখন অঝোর ধারায় বৃস্টি হচ্ছে, আমার যদি ইচ্ছা করে যখন আমি বৃস্টিতে ভিজব তখন আমার প্রিয় মানুষ আমার পাশে থাকুক তাহলে এটা কি অন্যায় চাওয়া অথবা বেশী কিছু চাওয়া?
একজন অদৃশ্য মানবকে আমি সবসময় কল্পনার চোখে দেখি যে শুধু অন্তরালেই থাকে, নীরবে নিভৃতে। তার দেখা আমি কখনো পাইনি আর পেতেও চাইনা। থাকুক, অদৃশ্য মানব হয়েই থাকুক আমার জীবনে। তার কথা ভেবেই আমি সুখী হই, যখনই বৃস্টিতে ভিজি একা তখনি আমি তার অস্তিত্ব অনুভব করি। মনে হয় এইতো আমার আশে পাশেই আছে আর আমাকেই দেখছে মুগ্ধ হয়ে। আমি ব্যস্ত হয়ে উঠি বৃস্টিতে লেপ্টে যাওয়া আমার চোখের কাজল ঠিক করতে আর চুল পরিপাটি করতে !