* যেখানে মেয়েরা অন্তসত্তার চেয়ে HIV কে খুব বেশী ভয় পায়।
* যেখানে নিজের কুমারিত্ব হারানোর চেয়ে মোবাইল হারানো দুঃখজনক।
* যেখানে সেক্স খুব সস্তা কিন্তুু ভালোবাসা খুব দামী।
* যেখানে ছেলেরা পরিবার বিসর্জন দিয়ে শ্বশুরালয় খুশি করায় মত্ত।
* যেখানে Bsc degree নেয়ার চেয়ে Galaxy, iphone, xperia নেয়া বেশি সম্মানজনক।
* যেখানে শিক্ষিত ছাত্রদের চেয়ে রাজনৈতিক পিকেটারদের ভবিষ্যত উজ্জল।
* যেখানে খোদার চেয়ে বেশি ভয় করে চোর ডাকাতদের।
* যেখানে রাজনীতি বিদের প্রধান হাতিয়ার ধর্ম।
* যেখানে ধূমপান, নেশা সবার কাছে style.
* যেখানে ঘুষ, দূর্নীতি ও চাঁদাবাজি এখন পেশা।
* যেখানে মানুষ মারা খুব সহজ কিন্তুু বাঁচিয়ে রাখা অনেক কষ্ট।
এহলো আমাদের তথাকতিথ আধুনিক যুগ-আর্শীবাদ বুন্ধুরা।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫