যাত্রাকাহিনী : এক/ তপন বাগচী
এই মঞ্চে আমি রাজা আমার কথাই আজ বেদবাক্য জেনো
আমি তো এখন নই ভাগ্যাহত যুবকের প্রকৃত প্রতীক
রঙ মেখে সঙ সেজে আমার মতোই জানি অনেকেই নাচে
কেউ কেউ আবড়ালে, কেউ কেউ লজ্জা ঝেড়ে প্রকাশ্য পথিক।
যাত্রা সকলেই করে, কেউ ওঠে খোলামঞ্চে হ্যাজাকের নিচে
কেউ খোঁজে কিছুটা আড়াল আর আলোময় আঁধারের জাল
কারো হাতে পানপাত্র সুধারসে মজে থাকে রাতের প্রহর
মুখস্ত সংলাপে কেউ রাত ভেঙে গড়ে নেয় কুয়াশা-সকাল।
নটীর অভাব নেই এ শহরে, বিনোদিনী তবুও অচেনা
শাড়ি খুলে বাহুলগ্ন নেচে গেয়ে সতী থাকে- আমি তারে চিনি
যেদিকে বাতাস পায় সে দিকে খাটায় জানি শাড়ির বাদাম;
দোষের সকল ভাগ একা নিয়ে বসে আছে ভগ্নি বিনোদিনী।