মিছিলে মধ্যমণি হওয়ার কথা ছিল,
হয়ে গেলাম বর্বর সময়ের কৃতদাস।
তপ্ত দুপুরে রাজপথে নূর হোসেন হতে পারতাম,
কিন্তু পুঁজিবাদী সমাজ আমাকে করেছে ভৃত্য।
হে মহান পিতা কিছুই হতে পারিনি,
আমার শব যাত্রায় তবুও লোক হবে শয়ে শয়ে,
টিএসসি থেকে শহীদ মিনার গুণকীর্তন হবে,
অথচ আমি ছিলাম সুবিধাভোগী বুদ্ধিজীবী।
আমার মৃত্যুতে শোক প্রস্তাব আসবে,
দেয়ালে দেয়ালে সেটে থাকবে শোকার্ত এলাকাবাসী,
কালো ব্যাচ উঠবে তরুণ চে' গুয়েভারাদের বুকে,
মৌন মিছিল হবে সুবিধা মত শাড়ি-পাঞ্জাবীতে,
অথচ বিগত যৌবনে মায়ের অসম্মানেও ছিলাম নিরবে।
নিদেন পক্ষে একজন সৎ পুলিশ কনস্টেবল হতে পারতাম
কে জানতো সেই আমি হবো শুয়োরের বন্ধু ঘুষখোর ওসি,
জনতা স্তব্ধ হবে,অমাবস্যায় পুড়বে আলোকিত নিশি।
দেশপ্রেমিক ডোম নয়তো ফরেনসিক ডাক্তার হলেও ক্ষতি ছিলনা,
তাও হতে পারলাম না, হয়ে গেলাম ওদের হাতের পুতুল,
দেখলাম আমার কলম অবিকল ওদের কথা লিখে চলেছে, ,
লিখে ফেললাম তনু ধর্ষিত হয় নি, সব ভ্রমের খেলা,
তনু নামের কেউ বঙ্গভূমিতে জন্মায় নি।
হে মহান পিতা আমাকে জন্ম দিয়ে নিজেকে কলঙ্কিত করেছো।
কবিতাটির ফেইসবুক প্রকাশ
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫