মৃত্তিকা অনেক পথ আজ আমাদের হেটে যেতে হবে,
দুরারোগ্য ব্যাধির মত ভবিষ্যৎ এর ভয় আমার,
ঘুমিয়ে পড়তে চায় মুসাফির চাঁদের সাথে সাথে,
খেয়াঘাটের সব মাঝি গেছে আজ অবরোধে।
কোকিল এখন পূর্নিমার অতিথি হয়ে এসেছে,
ঝোপের আড়াল থেকে কস্তুরীর ঘ্রাণ ছড়াচ্ছে,
হরিণের চঞ্চলতা জোয়ারের মত গর্জে উঠছে,
মৃত্তিকা এসবই তোমার আমার শেষের শুরু।
তোমার কাজলের মতো কালো দূরের গভীর অরণ্যে
আগুন লেগেছে কাল বৈশাখী ঝড়ের পরে,
তারপর থেকে ছুটছি আর ছুটছি অচেনা পথে,
দুপুর নেমে এসেছে তবুও জল পাইনি কোন হৃদয়ে।
ছবিঃ একুয়া রেজিয়া
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২