তুমি অফ লাইনে থাকলে
ভাইবার,ফেসবুক সব কানা গলি মনে হয়,
যেথায় পথের শেষে আলো নেই
যেখানে পথ আটকে যায় অন্ধকারে।
তুমি অফ লাইনে থাকলে
বি.সি.এস এর প্রশ্ন ভেসে উঠে চোখে,
লেখা থাকে "What is Cul-de-sac?"
মনে হয় চিৎকার করে উত্তর দেই "Dead End"।
তুমি অফ লাইনে থাকলে
এই মুক্ত বাতাসে, খোলা পৃথিবীতেও
নিজেকে গুয়ান্তানামো বে'র বন্দী মনে হয়।
তুমি অফ লাইনে থাকলে
সমস্ত পৃথিবী সুদৃশ্য এ্যাকুরিয়াম হয়ে যায়,
আমি পরিণত হই মস্তিষ্ক শূন্য গোল্ডফিসে।
তুমি অফ লাইনে থাকলে
আমার সমস্ত অনুকাব্য ছুটি নেয়,
চোরাবালিতে ডুবে যায় সমস্ত কবিতা,
জন্ম নেয় অবিরাম বিরহের উপাখ্যান।
গত বছর March 19, 2015 at 7:08am এ এই কবিতাটি লিখেছিলাম। যা ভুলেই গিয়েছিলাম। ফেইসবুক টাইমলাইন ভুলে যাওয়া অনেক কিছুই সামনে নিয়ে আসে অযাচিত রক্তজবার স্মৃতির মতই।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৮