আমিই প্যারিস, আমিই ফিলিস্তিন,আমিই ইরাক
যেখানেই লাশ সেখানেই আমার এপিটাফ।
রাষ্ট্র নই আমি, আমি সাধারণ,নই বিভক্ত গোত্র;
আমি মানব সন্তান,বিভক্তিহীন দুর্বার প্রেমিক।
ধর্মের নামে যারা মেটাচ্ছিস লোভ আর লিপ্সা;
পুঁজিবাদের সব লাভজনক ব্যবসা,
তোদের বাড়া ভাতে ছাই দেব শালা,
দগ্ধ প্রেমিকের এই শেষ ইচ্ছা।
মধ্যদুপুরে লুট হয়ে যাওয়া বাংলাদেশ ব্যাংক,
অপুষ্টিতে ভোগা কিশোরীর স্তন,
পাঁচ জানুয়ারিতে পুড়ে যাওয়া প্রতিটি লাশ,
ফুটপাতে চাপাতির কোপে ঝরে যাওয়া রক্ত স্রোত,
বখাটের হাতে ছিনতাই হওয়া প্রেমিকার ওড়না আমি।
সহজ জীবন ফুলকলিতে আর চাই না,
প্রেম এখন বিদ্রোহ, প্রেম এখন চপটাঘাত,
মাথা তুলতে চাই ঘুষখোরের পোদের উপর বিষফোঁড়া হয়ে।
যোনি থেকে কাম রস হয়ে প্রেমের নিরব পতন,
বাধ্য প্রেমিকের মত নারীর বুকের খাঁজে নাক ডুবিয়ে ঘুম,
জ্বলন্ত অগ্নিগিরি, সময়ের পরীক্ষায় সব উৎরাতেই হবে।
ধূসর সময়ে জাদুকরের চাঁদ এখন বড্ড বেশী মায়াবী,
প্রেমিকার রাঙা ঠোটের মায়া ফেলে সময় এখন মশালের ,
প্রেমিক এখন যোদ্ধা,প্রেমিকই সমগ্র পৃথিবী।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৭