মাননীয় আমি,আগন্তুক হয়েই কি রয়ে যাবে?
তুমি কি বধির সময়ের শুধুই কণ্ঠস্বর?
আগুন,উদাসীনতা আর নির্লিপ্ততা
নিয়েই কি অপরিণত প্রণয়ে ডুববে?
নিস্তরঙ্গ, পক্ষাঘাতগ্রস্ত সূর্য উদয়ে
একটিবারও কি ভাববে না অনাহারী প্রেমে
ফেলে আসা সেই সব দৃঢ় সংকল্পের কথা?
দুচোখের জলোচ্ছ্বাসে ভেসে যাবে তুমি,
মুছে যাবে শেষ বিকালের অবহেলায়,
পরে থাকবে অনাদরে কুকুরের উচ্ছিষ্টে,
মাঝরাতে যখন সবার প্রেম তৃপ্তির অবসাদে
ঢলে পরবে বিছানায় তখন জেগে থাকবে একা,
তবুও কি চেতনা ফিরবে না !মাননীয় আমি?
যখন শূন্য রিক্সায় অথবা মনের নির্জন ঘরে
একা একা পৃথিবীর সব প্রেম জেগে উঠবে;
চারিপাশ দিবালোকে দিকভ্রান্ত উল্লাসে মাতবে
রঙিন প্রেমের বহুকালব্যাপী কাঙ্ক্ষিত সুড়ঙ্গপথে;
তখনও কি তুমি নিশ্চল,অলস,
নিশ্চুপ হয়ে থাকবে ,মাননীয় আমি?
এ শুধুই ভ্রান্তিবিলাস আর নিরাশা নয়,
মহামান্য আমি, এ গল্পই তোমার অন্তিম পরিনয়!
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৭