প্রকাণ্ড প্রেম পতঙ্গে পুড়ছে প্রাণ,
গহীনে অতল জলে বিদ্রোহীর স্বপ্ন সোপান।
কোমল আঙুলের ফাঁকে বসন্ত খেলা করে,
তোমার ঘামে প্লাবিত হতে চায় হাতের তালু;
ভালবাসায় ধ্বংস যজ্ঞ আনো,
নোনতা ঘামে বদলে দাও আমার সব ভাগ্যরেখা!
মনের একপ্রান্ত আগলে আছে দুষ্প্রাপ্য কোহিনূর,
অতীতের জলছবিতে ভেসে উঠছে অবহেলিত রাতদুপুর,
জীর্ণ জানালা ভেদকারী হাওয়ায় কেবলি বিরহী সুর।
ভেতরের আমন্ত্রণ অস্বীকার করে বাহিরের আবরণ,
ব্যক্তিত্বের খামখেয়ালী প্রতিযোগিতায় ভালবাসা পড়ে থাকে নিষ্প্রাণ,
তুমি চাইলেই এক খন্ড দুঃখ, একটুকরো শুভ্র মেঘ করে দিতাম,
সমুদ্র স্নানে সাজাতাম প্রাত্যহিক ভালবাসার প্রতিটি গদ্য।
তবে আর দ্বিধা কেন প্রিয়তমা?
প্রণয় আগুনে দগ্ধ করো আমায়,
তোমার কাঁপাস তুলার মত হাতের তালুতে
বন্ধ কর ভবঘুরে জীবনের সব গলি;
নাগরিক জীবনে প্রতিটি দিগন্তে শুধু তোমাকেই চাই,
ভালবাসায় মিলে যাক আজ আমাদের সব ভাগ্যরেখা।
মৃত্তিকা হৃদয়ের উষ্ণতায় আমার হাতে হাত রাখো,
ছেড়ে দাও জীবনের নাটাই প্রিয় নামে,
ভিজে যাক ভাগ্যরেখা তোমার কাপাস তুলোর মত হাতের ঘামে।
ছবিঃ রঙতুলির কবি জাহেদুর রহমান রবিন
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০