ঈদের শুরুটাই কুফা দিয়া...কাল চাঁন রাইত লইয়া বহুত দিন পর একখান পুস্ট মারতে যাইয়া দেহি নেটের লাইন নাই....নেটের লাইনের অপেক্ষায় থাকতে থাকতে বিরক্ত হইয়া মুভি দেখা শুরু করলাম...আল-পাচিনোর মুভি....'সি অফ লাভ'....ভালাই মুভিটা...দেইখ্যা শেষ করতে করতে রাইত ৪টা,ওইদিকে আমার নেটে তখনো হাওয়া...যাওগ্যা,নেটের ফরটিন জেনারেশন উদ্ধার কইর্যা ঘুমাইতে গেলাম...কিন্তু গরম মেজাজ নিয়া কি আর ঘুমান যায়!!! সকাল ৭ তা পর্যন্ত হুদাই বিছানায় গরাগরি মাইর্যা আবার কম্পু তে আসলাম,দেখি নেট বাপজান বাইচ্যা আছে...দিলাম চাঁন রাইতের পুস্ট ঈদের সকালে...এইসব করতে করতে দেখি ৭টা ৪০...ওইদিকে হুজুরে মাইক লইয়্যা মসজিদে যাওয়ার লেইগ্যা গলা ভাংতাছে আর আমারও সকালের ঠান্ডা আবহাওয়া তে ঘুম ঘুম ভাব আসতাছে...গেলাম বিছানায় গইর মারতে...একটু পর দেখি নামছে ঝুম বৃষ্টি...আর আমাদে পায় কে!!! শয়তান রমযানের ১ মাস পর ছাড়া পাইয়াই আমারে কাবু করলো আর আমারো ঈদের নামাজ মিস...ঘুম থেইক্ক্যা উঠলাম ১২টার দিকে...মেজাজ বিলা...নিজেরে গাইল্ল্যাইতাছি নামাজ না পড়ার জন্য...নেটে বইলাম, আবারো কিছুক্ষন পর নেট বাবা হাওয়া...মাথায় তখন আগুন ...তাই সব বাদ দিয়া ফুল সায়ন্ডে গান ছাইড়া সেইভ করলাম...সপ্তাহ ৩ পর ঈদের দিনের স্পিশাল সেইভ...এরপর গোসল মাইর্যা কিছু খাইলাম...এর মাঝে একটার পর একটা এসএমএস আসতাছিলো,আর আমি একটা একটা কইরা ডিলিট মারতাছিলাম...২/১টা স্পিশাল মানুষ ছাড়া আর কাউরে রিপ্লাম মারিনাই...দোস্তরা এরমাঝে ফুনাইলো কয়েকবার ...কইলাম একটু পর বাহির হইতাছি...এই একটু পর আসলে হইলো ২টা ৩০মি এর দিক...বাহির হইয়া গেলাম এলাকার এক ছুডু কালের আবাল দোস্তর বাসায়...সেখানে আরও ২ জন আগে থেকেই ছিল...কিছু খাওয়া দাওয়া হইলো...একটু পর একজন গেলগিয়া হের নতুন ডারলিংয়ের লগে ডেট মারতে...আর আমরা ৩টা রইয়া গেলাম ভোদাইর মত...কী করুম না খুইজ্যা পাইয়া বাঙ্গলা ছিঃনেমা দেখার অপচেষ্টা চালাইলাম...আল্লাহ মাফ করুক,আর একটু হইলেই বমি করতাম...এরপর চেষ্টা করলাম ঈদের নাটক দেখার...হায়!! কী দেখি বুঝলাম না...নাটক নাকি অ্যাড তা ঠিক করতে না পাইর্যা বাহির হইলাম ৩ জনই...উদ্দেশ্য আর এক দোস্তর বাসায় বাসা...প্রতি ঈদেই এখানে সব দোস্তর মেলা বসে...কিন্তু এইবার মাত্র আমরা ৩ জন...আর সবাই নিজেদের বউ-বাচ্চা আর ডারলিং নিয়া বিজি...আর রইলাম আমরা ৩ মাইকেল...যাউগ্যা,একটু পর আর একজন যোগ দিলো আমাদের মাঝে...এরমাঝে ভালই খানা-পিনা হইলো...খানাপিনার ফাকে কোন কাম-কাইজ না পাইয়া একখান হিন্দি ছিঃনেমা দেখলাম সবাই মিল্ল্যা,আর নিজেরাই দুক্কু করলাম আমাদের ঈদ নিয়া...আর এইসব করতে করতেই দেখি সন্ধ্যা ৭টা...এরপর আবার বাহির হইলাম,কই যামু জানি না...তাও বাহির হইয়া গেলাম আমাদের আড্ডাস্থল 'গনি মিয়ার চায়ের দোকানে'...যদিও সেই দোকান এখন ইতিহাস...সেখানে বইস্যা বইস্যা বেহুদা প্যাচাল পারলাম...এরমাঝে আরো ২ জন যোগ হইলো...৯টা পর্যন্ত বহুত আউল-ফাউল প্যাচাইয়া আমার মন-মিজাজ খারাপ হওয়া শুরু হইলো...আমি সবাইরে বার বার ঠেলা-ঠেলি দিয়া উঠাইলাম...বিদায় নিয়া বাসার পথে সবাই...বাসায় আসতে আসতে আমার মাথা পুরা আগুণ...পুরান দিনের ক্ষতগুলা মোচরাইয়া উঠা শুরু করছে...তাই মুড অফ...এরমাঝে বাসায় আইস্যা দেখি নেট শালার পো নাই...বুঝেন তখন কেমুন লাগে!!! ওইদিকে নেটেই শালাদের ফুনাইতাছি,শালারা ফুনই ধরে না..শালাদের ঈদের গাইল পারতে পারতে গান ছাইড়া শুইয়া রইলাম কিছুক্ষন...এরমাঝে ঘন্টা খানেক পর দেখি নেটের লাইন আইছে...আবার উইঠ্যা কম্পুর সামনে বসলাম...মেসেঞ্জারে লগ ইন হইতে না হইতে এক জুনিয়র ছোট আপু খোচা খুচি শুরু করলো তার ঈদের সালামি নিয়া...কথা কোন মতে ঘুরাইয়া তার ঈদের আর সামনের প্লান-প্রোগ্রাম নিয়া কথা কইতে কইতে দেখি রাইত ১২টা...এরমাঝে সেও বাই বইল্যা আমারে একলা রাওখ্যা গেল গিয়া...আমিও ব্লগ আর ফেসবুকে মনোযোগ দিতে না দিতে আবাইল্যা নেট আবার হাওয়া...আবার মেজাজ বিলা কইরা শালাদের ফুনাইলাম...এরমাঝে স্যাটেলাইট টিভির এক মাইয়া ফুনাইলো,যার লগে আমার পরিচয় আমার জার্মান দেশে উচ্চশিক্ষায় রত আমার এক দোস্তর মাধ্যমে,...এরলগে কিছুক্ষন গ্যাজাইলাম,যদিও মাইয়া একদিন একটু ভাবমারছিলো বইল্যা এরে এখন আর ফুনাইনা,তাই এর ফোন পাইয়া আমি কিছুটা অবাক হইলাম।যাউগ্যা প্যাচাল শেষে গানস শুনা শুরু করলাম... ...নেটের লাইন আসলো ২ টায়...কী করুম খুইজ্যা না পাইয়া লেখতে বইস্যা গেলাম এই আজাইরা প্যাচাল ...এর মাঝে আম্রিকা থেইক্যা এক মাইয়া ফুনাইলো ফাও গেজানের লেইগ্যা,কিন্তু এর লগে কথা কইতে আমার এটুকুও ভালা লাগেনা,তাই হু-হা কইরা ফোনের লাইনের ডিস্টার্বের দোহাই দিয়া অল্পতে বাঁচলাম...এরপর আবারও মনোযোগী হইলাম এই ব্লগ ওরফে আজাইরা প্যাচাল লেখার কাজে...
এখন কন, আমার ঈদ কেমুন হইলো......
***আমাকে এখনও কমেন্ট করা থেকে বিরত রাখা হইছে....সব থেকে মজার কথা হইলো,আমার স্ট্যাটাস নিরাপদ,কিন্তু আমার পোস্ট শুধু আমার ব্লগেই প্রকশ হয়...সংকলিত পাতা তো দূরের কথা ক্রমানুসারেও প্রথম পাতায় আসেনা...অথচ নিরাপদ ব্লগার হিসেবে আমার লেখা সঙ্কলিত পাতাতে আসার কথা...৩ মাসের বেশি এই অবসতথা চলতাছে...মডুরে মেইল দিয়েছিলাম,কিন্তু তাদের কোন খবর নাই....মনে হয়না তারা চায় আমি আর এই ব্লগ থাকি....তাই আমার ব্লগে লেখা শুরু করছি আবার...দেখা যাআক কী হয়.....
****প্রচেত্যঃ কমেন্ট ও প্লাসের জন্য ধন্যবাদ... ঈদ মোবারক....
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৬