বর্তমান সময়ে যারা বহির্বিশ্বের খবরা খবর রাখেন তাঁরা হয়তো লক্ষ্য করেছেন কয়েক দিন পরপর ইসলাম ধর্ম টি আলোচনা-সমালোচনায় বিতর্কিত হচ্ছে । ২০০০ হাজার ধর্মের ভীরে শুধুমাত্র ইসলামই কেন আলোচনার শীর্ষে উঠে আসচ্ছে ?
খুব স্বাভাবিক প্রশ্ন যদিও তারপরও মুসলিমগন এই প্রশ্নের উত্তর খোজার বদলে প্রশ্নটিকেই দূরে ঠেলে দিচ্ছেন !
সন্দেহের কোন অবকাশ নেই , ইসলাম খুব কৌশলী একটা ধর্ম ! যে কোন প্রশ্নের উত্তর অন্য দিকে প্রভাবিত করতে এর জুড়ি নেই । শুধু তাই নয় ইসলামের অনেক বর্বরতা, নিষ্ঠুরতা কে খুব সুন্দর করে এমন ভাবে উপস্থাপন করা হয় যে , যেটা অনেকেই অনুধাবন করতে পারেন না বা তাদের কাছে সেটা স্বাভাবিক মনে হয় ।
ইসলামের কয়েক টি কৌশল উপস্থাপন করার চেষ্টা করছি ।
ইসলামের খুব জনপ্রিয় একটি তত্ব হচ্ছে ইহুদী-নাসারাদের ষড়যন্ত্র । সারা বিশ্বের যেকোন ঘটনা মুসলিম বা ইসলামের বিরুদ্ধে যায় তখন "ইহা ইহুদী-নাসারাদের ষড়যন্ত্র" তত্ব টি সাধারন মুসলিমদের সামনে উপস্থাপন করা হয়, যাতে করে প্রকৃত ঘটনার কারন গুলো সাধারন মুসলিমদের থেকে দূরে রাখা যায় ।
উদাহরন সরূপ বলা যায়, টুইন টাওয়ার ধ্বংস হবার ঘটনা টি , বেশীর ভাগ মুসলিম বিশ্বাস করেন এটা ঘটনার সাথে কোন মুসলিম জড়িত নেই । শুধু মাত্র ইসলাম ধ্বংস করার উদ্দেশ্যে ইহুদী-নাসারাই এটা ঘটিয়েছে ।
ধর্মীয় গ্রন্থের বিশাল অংশ জুড়ে রয়েছে মৃত্যু পরবর্তি জীবনের শাস্তি ও পুরুষ্কারের বর্ননা । শাস্তির বর্ননা এতটাই ভয়াবহ যে মানুষের কল্পনা শক্তির সীমানা পাড় হতে হয়, কল্পনা দূরে থাক শাস্তির বর্ননা শুনে একজন সাধারন মানুষ ও শিউড়ে উঠবে । সাধারন মুসলিম পরিবার গুলো তে শিশুদের খুব ছোট বেলা থেকেই ধর্মীয় শিক্ষা দেয়া হয়ে থাকে এবং সেই সাথে কচি মনে ঢুকিয়ে দেয়া হয় শাস্তির ভয়াবহতা । যা এত বেশী প্রভাবিত করে যে সেই শিশুটি বড় হয়েও এর প্রভাব থেকে মুক্ত হতে পারে না । সে নিজেও বুঝে না সে যে পরিনত হয়েছে ধর্মান্ধে ।
(পরিবারের কেউ হাফেজ হলে পুরো পরিবার জান্নতে বিনা হিসাবে জান্নাতে যাবে , এই লোভে পড়ে অনেক পিতা-মাতা তার সন্তান কে স্কুলে না পাঠিয়ে মাদ্রাসায় পাঠিয়েছেন এমন ঘটনা প্রচুর রয়েছে )
ইসলাম ধর্মে সবচেয়ে হাস্যকর ও কার্যকারী কৌশল হচ্ছে "ইমান" ।
ইমানের অর্থ হচ্ছে বিশ্বাস ! মানে অন্ধ ভাবে ইসলাম কে বিশ্বাস করতে হবে ।
মনের মাঝে যতই প্রশ্ন আসুক না কেন কিন্তু কোন প্রশ্ন করা যাবে না ! প্রশ্ন করলে ইমান চলে যাবে আর চলে গেলে সে হয়ে যাবে কাফের ! কাফের মানেই অনন্ত কাল ধরে দোজখের আগুনে পোড়া । তাই কোন কিছু জানার চেয়ে একজন মুসলিমের কাছে ইমান অনেক বেশী গুরুত্বপূর্ন । এটা মানুষ কে এত বেশী প্রভাবিত করে যে তার চোখে ইসলামের ভুল গুলো ধরা পড়ে না ।
ইসলাম কে নির্দোষ প্রমান করতে বর্তমান সময়ে খুব প্রচলিত বুলি হচ্ছে " ইহা সহীহ ইসলাম নহে" । যখন আফগানিস্থানে পাথর ছুড়ে কোন নারীকে হত্যা করা হয়, সিরিয়াতে সামান্য চুরির অপরাধে জন সম্মুখে কেটে নেয়া হয় হাত, সৌদির বৃদ্ধ শেখ ১২ বছরের মেয়ে কে শয্যা সঙ্গিনী বানায় , যখন জিহাদের নামে সারা পৃথিবীতে অশান্তির সৃষ্টি করা হয়, যখন বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করার জন্য জামাত-শিবির ধ্বংস যজ্ঞ চালায় তখন সাধারন মুসলিমরা জিকির তোলেন "ইহা সহীহ ইসলাম নহে" । কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরাই ইসলামের বাহক , এরাই রক্ষাকারী ।
উন্নত বিশ্বের দিকে তাকিয়ে মুসলিমরা স্বান্তনা খোজে " এরা আখেরাতে দোজখে যাবে তাই আল্লাহ দুনিয়াতেই তাদের সব কিছু দিয়েছেন আবার প্রাকৃতিক দুর্যোগ ঘটলে বলেন আল্লাহ গজব নাজিল করেছেন " এভাবে এক মুখে ২ কথা অন্য ধর্মালম্বীরা বলে কিনা জানি না ।
আপনারা একটি ব্যাপার লক্ষ্য করেছেন কিনা জানিনা , এই আধুনিক যুগে আল্লাহ ও তার ধর্ম বড্ড অসহায় ! তাকে ও তার ধর্ম কে রক্ষা করতে মানুষের জীবন দিতে হয় , জীবন নিতে হয় । তার জন্য মানুষ হাঁসি মুখে জীবন দিলেও তিনি কাউকে রক্ষা করতে পারছেন না ।