এখন প্রায়ই মনে হয় আমার মনের দৃষ্টি শক্তি কমে গেছে । তাই তো রৌদ্রের মাঝে প্রজাপতি দেখি না । আকাশ কে মনে হয় দুঃখের ছাদ , নদী কে মনে হয় রাজ পথ , সাগর কে মনে হয় জনস্রোত । সন্ধ্যার আলো আধারীর সৌন্দর্য্য আমাকে উদ্বেলিত করে না , মনে করিয়ে দেয় গ্লানীময় সন্ধ্যা ।
একদা , যে মাটির ঘ্রাণ নিতে ব্যাকুল ছিলাম, ঘাস ফড়িং এর সাথে উড়তো মন , কচি ঘাসের সঙ্গে শিশির বিন্দুর স্পর্শ পেতে বাড়িয়ে দিতাম হাত । সেই আমার ব্যাকুলতা আজ প্রশান্ত সাগর, বাস্তবতার যাতাকলে মনের পায়ে শিকল বন্দী, কচি ঘাসে শিশির বিন্দুর দিকে হাত বাড়াতে বড্ড ভয় ।
কোন এক চৈত্রের সন্ধ্যায় , প্রকৃতির মায়াবী ডাকে ঘর ছেড়েছিলাম , চেয়েছিলাম মিশে যাবো আলো আধারীর সৌন্দর্য্যে !! কিন্তু আমার এই বোকা মন বোঝে নি প্রকৃতির আড়ালে ছিল রূপ কথার ডাইনী ।