পোষ্ট পড়ার আগে কিছু রাষ্ট্রীয় পদের সামু ভার্সন দেখে নিনঃ
* প্রধানমন্ত্রী = প্রধান ব্লগার = জানা আপা
* রাষ্ট্রপতি = ব্লগপতি = অরিল
* স্পিকার = মডারেটর
* মন্ত্রী = রেসিডেন্ট ব্লগার
* সংসদ সদস্য = ব্লগ সদস্য = কতিপয় হিট ব্লগার
* আদালত = সামুর ডেভেলপার
* প্রধান ব্লগারের প্রেস সচিব = নোটিশবোর্ড
*জনগণ = সাধারণ ব্লগার
সামু-সংসদ এর কার্যক্রমঃ
মাইনাস বাটন প্রসঙ্গেঃ
মডারেটরঃ তারকা চিহ্নিত প্রশ্ন-১০ উথাপন করা হল । সামুতে কি মাইনাস বাটন রাখা হবে ? (সবাই প্লাস-মাইনাস বাটনের মাধ্যমে ভোট দেবে).... মাইনাস জয়যুক্ত হয়েছে, মাইনাস জয়যুক্ত হয়েছে, মাইনাস জয়যুক্ত হয়েছে। "মাইনাস" বাটন বিলুপ্ত ঘোষণা করা হল ।
ব্লগ সদস্য মাইনাস বাটনের পক্ষে কমেন্টঃ "মাইনাস" সামুর জন্য অতি গুরুত্বপূর্ণ ইস্যু । মাইনাস না থাকলে আমরা নোটিশবোর্ডের পোষ্টে রেটিং দিত পারব না । "চিকনমিঞা মাইনাস এওয়ার্ড" বন্ধ হয়ে যাবে । এছাড়াও জাতীয় জীবনে মাইনাস ওতপ্রোতভাবে জড়িত । মাইনাস না থাকলে আমার বউ এর লবণ ছাড়া রান্নায়ও রেটিং দিতে পারব না ।
এ পর্যায়ে মডারেটর ঐ ব্লগারের কমেন্ট ব্যান করে দিয়ে বলবেনঃ অপ্রাসঙ্গিক কথাবার্তা বলায় আপনাকে কমেন্ট ব্যান করা হল । (ঐ সদস্য মডারেটরের বিপক্ষে পোষ্ট দিয়ে প্রথম পাতা দখলের হুমকি দিবেন)
রেসিডেন্টঃ কমেন্ট ইজ কমেন্ট । ব্যান ইজ ব্যান । এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই ।
নতুন ব্লগারদের প্রথম পাতায় এক্সেস পাওয়া প্রসঙ্গেঃ
কিছু ব্লগ সদস্য পোষ্ট দিয়ে মডারেটরদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন ।
রেসিডেন্টঃ নতুন ব্লগারদের নিয়ে সামু চিন্তিত নয় । এমনটা হয়েছে, হচ্ছে, এবং ভবিষ্যতেও হবে । এ রকম ছোট ইস্যুতে নজর দেয়ার সময় সামুর নেই । (কয়েকজন সাধারণ ব্লগার পোষ্ট দিয়ে তাকে পঁচাবে)
সামুর মেইন্টেনেন্স প্রসঙ্গেঃ
প্রধান ব্লগারঃ আমার চেয়ে বড় সামু প্রেমী আর কে আছে ? আমি আছি বলেই সামুতে হিট বাড়তেছে । আমার পিসি বন্ধ হলে যে কি হবে, আল্লাহই জানে ।
ছাগু ও ভাদাঃ
কয়েকজন জামাতী ব্লগার গোলাম আজম ও নিজামীকে ব্লগে নিক খোলার সুযোগদানের পক্ষে পোষ্ট দিবেন । তাতে কিছু কমেন্টের নমুনাঃ
১| জুতা সহকারে গদাম
২| ফাকিস্তান গিয়া মর ছাগুর বাচ্চা
৩| তুই একটা গোআ'র পা চাটা কুত্তা
এছাড়াও "এ-টিম" এর সদস্যরা ঐ পোষ্টে হামলে পড়বে ।
ভাদাদের পোষ্টে কমেন্টের নমুনাঃ
১| তোর মত ভাকুরের জায়গা এই ব্লগে হবে না
২| এ মাসে পেমেন্ট কত পেলেন দাদা ?
৩| লাত্থায়া বর্ডার পার কৈরা দিমু
সিন্ডিকেট ব্লগিং
সিন্ডিকেট ব্লগাররা কোন পোষ্ট বা নিক রিপোর্ট করতে করতে ব্যান খাওয়ালেঃ
রেসিডেন্টঃ ৪৮ ঘন্টার মধ্যে আপরাধীদের সনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে । অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না । এছাড়া মাননীয় প্রধান ব্লগার নিজে এ ব্যাপারটা তদারকি করছেন ।
প্রধান ব্লগার ব্যান খাওয়া নিকের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিবেন । পরবর্তীতে প্রেস মিটিং এ বলবেনঃ সামুর পক্ষে কারো ব্লগরুমে পাহারা দেওয়া সম্ভব না ।
একজন সাধারণ ব্লগার জানা আপার আইপি সহ ব্যান কামনা করে পোষ্ট দিবেন । তারপর ফেবুতে শেয়ার দিবেন । ডেভেলপাররা স্ব-প্রণোদিত হয়ে তার নিক ছয় মাসের জন্য আইপি সহ ব্যান করবেন ।
আরেক রেসিডেন্টঃ সামুর নিক সামুয় ব্যান করছে । তাতে আপনাদের কি ?
এছাড়াও বিভিন্ন দাবী দাওয়াঃ
এক ব্লগ সদস্য ফ্লোর পেয়ে কমেন্ট করবেনঃ মাননীয় মাল্টি নিক আমার দুইটা মডারেটর দরকার ।
আরেকজন মাইনাস বাটন ফিরিয়ে আনার জন্য পোষ্ট দিবেন । অনান্যরা তাতে "একমত" "সহমত" লিখে কমেন্ট দিবেন ।
আবার কেউ প্রথম পাতায় নির্বাচিত লেখা নিয়ে নতুন একটা ট্যাব খোলার দাবী পেশ করবেন ।
রাজনৈতিক রম্যঃ
মাঝে মাঝে ব্লগ সদস্যরা প্রধান ব্লগার ও রেসিডেন্টদের মন্তব্যকে ব্যঙ্গ করে রম্য পোষ্ট দিবেন । তাতে কিছু কমেন্টের নমুনাঃ
১| পুত্তুম পিলাচ
২| হা হা প গে
৩| ফাটাইয়া দিছেন বস
৪| উত্তম জাঝা
৫| চরম হইছে রে মামু
৬| জাঝাকাল্লাহে খয়রান
৭| পিলাচ এবং প্রিয়তে
ব্লগপতিঃ
দিনশেষে ইহা একটি রহস্যময় চরিত্র হিসেবে গণ্য হবে । তিনি সবার চক্ষুর আড়ালে থাকবেন । তবে সাংবাদিকরা প্রধান ব্লগারের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে তিনি দ্ব্যর্থকন্ঠে ঘোষণা দিবেন-
My Wife Doesn't Tell a Lie
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১২ রাত ১:২৩