এই ব্লগিস অ্যাওয়ার্ডের সবচেয়ে আকর্ষনীয় ক্যাটাগরিটি হচ্ছে ওয়েবলগ অব দ্য ইয়ার। এছাড়া বেস্ট রাইটিং অব অ্য ওয়েবলগ নামের আরেকটি ক্যাটেগরি রয়েছে। বেস্ট এশিয়ান ওয়েবলগ নামের আরেকটি ক্যাটাগরি রয়েছে।
৮ম ওয়েবলগ অ্যাওয়ার্ড ব্লগিসের নমিনেশন আহ্বান করা হয়েছে ১ জানুয়ারী ২০০৮ থেকে। আর মাত্র কয়েকদিন পর থেকেই নমিনেট করা যাবে পছন্দের ব্লগসাইটকে।
এ পর্যায়ে নমিনেশনের বেশ কিছু শর্ত উল্লেখ করছি।
১. ব্লগসাইটটি ২০০৭ সালের নিরবিচ্ছিন্নভাবে কার্যকর থাকতে হবে।
২. একজন ব্যক্তি নমিনেশনের জন্য একবার ভোট এবং চুড়ান্ত নির্বাচনের জন্য একবার ভোট মোট দুইবার ভোট দিতে পারবে।
৩. ভোট দেয়ার জন্য ইমেইল অ্যাড্রেস দরকার। এবং ইমেইল কনফার্ম করার বিষয় রয়েছে।
৪. একই ব্যক্তি দ্বিতীয়বার নমিনেশন সাবমিট করলে প্রথম নমিনেশন বাতিল হবে।
৫. প্রতি ক্যাটাগারিতে তিনটি করে ব্লগসাইটের নাম নমিনেট করা যাবে। তবে ওয়েবলগ অব দ্য ইয়ার ক্যাটাগরির জন্য ৪টি সাইটকে নমিনেট করা যাবে।
৬. নমিনেশনের সময় অবশ্যই ব্লগসাইটটির ইউআরএল উল্লেখ করতে হবে।
৭. সবমিলিয়ে কমপক্ষে তিনটি ভিন্ন ভিন্ন ব্লগসাইটকে নমিনেট করতে হবে।
৮. একই ব্লগসাইটকে একাধিক ক্যাটাগরিতে নমিনেট করা যাবে।
আমাদের জন্য সময় :
সামহোয়ারইনব্লগ সাইটটি বাংলা ভাষায় ব্লগিংয়ের সবচেয়ে জনপ্রিয় সাইট। এই ব্লগের ব্লগারের সংখ্যা অনেক। আমরা ব্লগাররা প্রত্যেকে যদি ১০ মিনিট সময় ব্যয় করে সামহোয়ারইনব্লগের জন্য নমিনেশন সাবমিট করি, তাহলে আমাদের বেশ সুযোগ রয়েছে। ওয়েবলগ অব দ্য ইয়ার, বেস্ট রাইটিং অব অ্য ওয়েবলগ এবং বেস্ট এশিয়ান ওয়েবলগ ক্যাটাগরিতে আমাদের অনেক সুযোগ রয়েছে। এখন সেই সুযোগ কাজে লাগানোর সময়। আসুন আমরা এ বিষয়টি নিয়ে ভাবি এবং সামহোয়ারইনব্লগকে সেরা ব্লগ নির্বাচন করার চেষ্টা চালাই।
ওয়েবলগ অ্যাওয়ার্ড ব্লগিস সমন্ধে আরো জানতে ভিজিট করুন
৮ম ওয়েবলগ অ্যাওয়ার্ড
আরো জানতে দেখুন
পরবর্তী আমি আরো পোস্ট দিয়ে এ বিষয়ে বিস্তারিত এবং আপডেট জানাবো।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭