আমার প্রিয় ক্যারি মিনাটির তার হেটার্সদের নিয়ে একটা কথা বলে " হেটার্সরা নিজে সাকসেসফুল না হলে, অন্যের সাকসেসফুল হওয়াকে বাধা দেয়"। আমরা বাংগালীরা বর্তমানে ঠিক সেই কাজটাই করতেছি। আমাদের এশিয়ার দেশ আফগানিস্তান সবেমাত্র ক্রিকেট খেলা শুরু করছে। তারা এই এশিয়া কাপে পুরা দুনিয়াকে তাক লাগায় দিছে। তাদের দলে আছে বিশ্বমানের দুইজন স্পিনার।
আমরা একটামাত্র ম্যাচ হারায় রসিদ খানকে পারলে কিছু মানুষ গালাগালি করে। তার বয়সকে নিয়ে ট্রল করে। আমরা নিজের দিকে কি একবারও তাকাই? আমরা ৩০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলি, এই ৩০ বছরে আমাদের রফিক আর সাকিব ছাড়া বিশ্বমানের কোন স্পিনার কি আসছে? আর যেই আফগানিস্তানকে একটা ম্যাচে হারায় এতো এতো ফালাচ্ছি, সেই আফগানিস্তানের কাছে টি-২০ তে ওয়াইট ওয়াশ হইছি কয়েকদিন আগে। দুইদিন আগে ১৩৬ রানে পরাজিত হইছে।
এইগুলা আর কিছুনা, আমদের অহংকার। এই অহংকারের জন্যই আমরা ভারতে কাছে আমরা ২০১৫ থেকে টেস্টে,ওডিয়াই আর টি-২০ মিলিয়ে সর্বশেষ ৯টা ম্যাচে আমরা পরাজিত হয়েছি।
আমি আমার এক্স গার্ল ফ্রেন্ডের সাকসেস খুব এনজয় করি। তারা আমাকে যতই কষ্ট দিক না কেনো, আমি সবসময় তাদের ভালো চাই। কারণ এই দুনিয়ার মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অহংকার।