গত বছর ঠিক এই সময়, পাড়ার এক ছোট ভাই তন্ময়ের সাথে অফিস থেকে আসার সময় দেখা হইলে তন্ময়ের সাথে একটা খাবার দোকানে ঢুকি উদ্দেশ্য কিছক্ষন আড্ডা দেওয়া, এরপর ওকে জিজ্ঞেস করলামঃ
- এই তোমার কি হইছে? ফেসবুকে এইসব পোস্ট করো কেনো?
- ভাইয়া আমার ব্রেক-আপ হয়ে গেছে।
- কি বলো এইসব? এতো প্রশংসা করলা সেইদিন তোমার গ্রার্লফ্রেন্ডের! নাম কি ছিলো জানি তোমার জিএফ এর?
- নাম জুঁই, ভাইয়া। না ভাইয়া, তেমন কিছুনা সামান্য ঝগড়াটেই ব্রেক-আপ করে ফেলছে।
- হুম ।
- ৫ মাস হয়ে গেছে ভাইয়া, ৫ মাস ধরে আমার ফোনও ধরে না। অনেক চেষ্টা করছি কিন্তু ওর সাথে ৫ মিনিটও কথা বলতে পারি নাই।
- বলো কি? ফোনে ধরলে কি হয় ওর?
- মানে ভাইয়া আমার ফোনই ধরে না। কোন যোগাযোগই নাই। ভাইয়া একটা ফোন করতে পারি আপনার মোবাইলটা দিয়ে?
- হ্যাঁ, করো।
আমার ফোনটা নিয়ে রেস্টুরেন্টের একটা কোনায় চলে যায় আর ঠিক ২ মিনিট পর আসে। আসার পর ওর চেহারা দেখে আমিতো অবাক, বলে "ভাইয়া থ্যাংকস, আপনার জন্য অনেকদিন পর ওর সাথে একটু কথা বললাম" ফোনে দেখলাম মাত্র ১:১২ সেকেন্ড কথা বলছে তাতেই ওর চেহারা অনেক উজ্জ্বল হয়ে গেছে। অনেক হাসি-খুশি লাগছিলো তন্ময়কে। যেনো মেয়েটা কোন জাদু করছে তন্ময়কে।
মনে মনে ভাবলাম জুঁই আসলেই অনেক লাকি। এরকম একজন ভালোবাসার মানুষ ওর জন্য পৃথিবীতে আছে। ও মনে হয় বুঝতে পারছেনা যে তন্ময় ওকে কতটা ভালোবাসে। তন্ময়ের কোন কিছুর অভাব নাই, বাবা-মা ভালো চাকরী করে, তন্ময় নিজেও ভালো চাকরী করছে কিন্তু তারপরও তন্ময়ের মধ্যে একটাই শূন্যতা! সেইটা হচ্ছে জুঁই। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম “তন্ময় যাতে জুঁইকে বিয়ে করতে পারে”।
ঠিক ১ মাসের একটু বেশিদিন পর তন্ময় এক রাতে আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া একটু নিচে আসবেন? আপনার সাথে একটু কথা আছে।
- ভাইয়া কেমন আছেন?
- ভালো, তোমার কি খবর তন্ময়?
- এইতো চলে যাচ্ছে। ভাইয়া আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম।
- কি কথা বলো?
- ভাইয়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ৪ দিন পরই বিয়ে।
- কি বলো? কংগ্রাচুলেসন! তোমার ওই জিএফ এর সাথে?
- না ভাইয়া এর্যাঞ্জ। মা ঠিক করছে।
- তোমার এক্স কি জানে?
- না ভাইয়া জানাই নাই। জানাবো কিভাবে? আমার তো ফোনই ধরে না। লাস্ট ও আমাকে ফোন দিয়ে সবকিছু মানা করে দিছে। আগে মাঝে মাঝে মেইল করতাম সেইটাও বন্ধ করে দিতে বলছে। তাই আর ওকে ফোন দিবার সাহসই হয় নাই ভাইয়া। ও বুঝে না, ও যখন আমার ফোন ধরে না তখন আমার কতটা খারাপ লাগে।
- হ্যাঁ তাইলে আর ফোন দিওনা ওকে।
- আমার বিয়ে ঠিক করার আগে আমার "মা" জুঁইকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলো? তখন আমার "মা" কে বলছে, যে আপনার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। বলেন এখন আমার আর কি করার আছে?
- না তুমি আর কি করবা? বাদ দাও ওইসব, এখন ভালো হয়ে থাকো। নতুন জীবন শুরু করো।
- ধ্যনবাদ ভাইয়া, দোয়া করবেন আমার জন্য।
- অবশ্যই দোয়া করবো।
আজকে অনেক দিন পর আজকে তন্ময় আর তন্ময়ের বউকে দেখলাম। পাড়ার অন্য মানুষের মুখে শুনা যে, তন্ময় নাকি ভীষণ বউ পাগল। বউকে নাকি যমের মতো ভয় পায় তন্ময়। ঠিক তখনই তন্ময়ের এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পরলো আমার? কি জানি নাম ছিলো মেয়েটার? হ্যাঁ মনে পরছে জুঁই। নিজের চোখে দেখা যে, “তন্ময় কি পরিমান জুঁইকে কে ভালোবাসতো।“ বোধহয় জুঁইর একটু সুখের জন্য তন্ময় সবকিছু করতে পারতো। কিন্তু দুর্ভাগ্য যে তন্ময় তার শেষ কথা গুলা ঠিক সময় জুঁইকে আর বলতেই পারলো না। আজকে ওদের ২ জনকে(তন্ময় আর তন্ময়ের বউকে) দেখে মনে হইলো মেয়েটা তন্ময়েকে একটা সুযোগ দিলে অত্যন্ত ভুল করতো না। কারন পাগলের মতো করে কাউকে ভালোবাসা মনে হয় তন্ময়ের পক্ষেই সম্ভব।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯