আমরা কারা?
দেয়ালে দেয়ালে পিঠে পিঠ দাঁড়ানো বিপরীতমুখী দুটি ছায়া
দেখার ভিন্নতায় ভিন্ন, কিন্তু দুজনই
একই অবস্থানে
আমি সেই ছায়া, যাকে তুমি প্রত্যেকটা অভাবের বিপরীতে পূর্ণতা দিয়ে কল্পনা করেছো
সে অস্তিত্ব জগতের কোথাও সত্যি নেই
শুধু তোমার আলো অন্ধকারে
আজন্ম আমার প্রশ্রয় পুষ্টি
একে অপরকে একইভাবে ভেদ করি আমরা
কিন্তু দেখতে পাই না
যতোদিন না রক্তমাংসের কোনো শরীর তুমি ঠিক স্পর্শ করো ওভাবেই
যেভাবে আমাকে ভাবো
ততোদিন, ততোদিন আমি নিখোঁজ
তোমার সত্তায়।
শুধু তোমার আলো অন্ধকারে
আজন্ম এক প্রশ্রয়পুষ্ট মিথ্যার মতো..।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৪