(ছবি- Jungshan, উৎস- deviantart.com)
তোমাকে মুছে ফেলার চেষ্টা করছি না।
মুছে সেটাকেই ফেলতে হয়, যেটা বেখেয়াল ভুল।
তুমি ভুল নও;
অমোঘ, অনির্বাণ।
তুমি স্পষ্ট হয়েছিলে আমার জন্যে।
তুমি স্পষ্ট হয়েছিলে আমার সাথে।
তুমি স্পষ্ট হয়েছিলে আমার হয়ে।
মুছে তুমি সেদিনই যাবে, যেদিন আমিও মুছে যাবো।
তোমার জন্য আমার,
আমার জন্য তোমার
স্পষ্ট হওয়াটা ভুল ছিল না। শুধু সময়টা ভাড়া ছিল অল্পের কাছে।
অচেনা মৌতাতে পড়ে গেছি। সেটুকু পার হলেই এই 'অল্পের' সমাপ্তি।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৪৯