ঘটনা ১।
তখনো শাহবাগ আন্দোলন শুরু হয়নি। কয়েকজন বন্ধু মিলে টঙ্গে আড্ডা দিচ্ছি । আড্ডার বিষয় যুদ্ধাপরাধীদের বিচার। প্রথম রাউন্ড চা পান করা শেষ হল। কিছুক্ষন আড্ডা দিলাম। তারপর আবার মামার কাছে চা চাইলাম। মামা মুখের দিকে একবার তাকিয়ে একদলা থুতু মাটিতে ফেলে বলল, চা নাই। কিন্তু আমরা ঠিকই দেখতে পাচ্ছি মামার কেটলিতে ফুটন্ত চা। কি আর করার কিছু না বলে চা এর দাম দিয়ে উঠে পরলাম।
বিঃদ্রঃ আমাদের আলোচনা ছিল যুদ্ধাপরাধীদের বিচার এর পক্ষে।
ঘটনা ২।
আজকের ঘটনা। শাহাবাগ থেকে বাসায় ফিরেছি। বাসার নিচে এসে মনে পড়লো যে আমার মোবাইলে টাকা নেই। গেলাম টাকা ভড়তে। প্রতিদিন যে দোকান থেকে টাকা ভরি তাদের কাছে গিয়ে জিজ্ঞাস করতেই বলল যে, আমরা রবি এর টাকা ভরি না। কি আর করার একটা অবাক দৃষ্টি দিয়ে অন্য দোকানের দিকে পা বাড়ালাম। অবশেষে ২-৩ টা দোকান ঘুরে টাকা ভড়তে পারলাম।
বিঃদ্রঃ তখন আমার মাথায় এক টুকরো কাপড় বাঁধা ছিল। যাতে লেখা ' রাজাকারের বিচার চাই'।
বাংলার অলিতে গলিতে এই ২০১৩ সালে যত রাজাকার আছে, ১৯৭১ -এও মনে হয় এতো রাজাকার ছিল না ।