কাজলা দিদি।
কয়েক বছর ধরেই নিয়মিত যাওয়া হয়নি নানা বাড়ি। বগুড়া থেকে অনেক দূর, যেতে সময় লেগে যায় আট নয় ঘন্টা, এটা বড় কারণ নয়। মন টানেনা। অথচ একটা সময় খুব যেতাম। মন টানতো। বেশ কজন মামা আর খালা নিয়ে ছিলো আমার নানাবাড়ি। অনেকখানি এলাকাজুড়ে আম গাছ, পুরনো কিছু জাম গাছ, সীমানায়... বাকিটুকু পড়ুন
