আমাদের মাঝে এখন সবার ঘরেই একটা করে কম্পিউটারতো আছেই। এই কম্পিউটার এর যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। ভাইরাস একটি মারাত্তক বড় ধরনের অসুবিধা। এই ভাইরাস নানা উপায়ে আসতে পারে। তার মাঝে কয়েকটি হল USB DRIVE থেকে বা CD ROM থেকে। আপনি তার থেকে পরিত্রান পেতে পারেন অটোরান বন্ধ করে। অনেকেই মনে হয় এটা জানেন এক্সপিতে কিভাবে অটোরান বন্ধ করে। একেবারে সোজা। প্রথমে নীচের লিস্ট follow করলেই অটোরান বন্ধ হয়ে যাবে।
start/run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার করুন। এরপর Computer Configuration/Administrative Templates/Systems- এ যান এবং Turn off autoplay ক্লিক করে enable করলে সব ড্রাইভের জন্য All Drive নির্বাচন করে apply করে বেরিয়ে আসুন। তাহলে আপনার অটোরান বন্ধ হয়ে যাবে।
আর যারা Vista বা Windows 7 ব্যাবহার করেন তারা run এ গিয়ে regedit লিখে এন্টার করুন। এরপর নীচের লিখা অনুসরণ করুন।
HKEY_CURRENT_USER/Software/Microsoft/Windows/CurrentBersion/Policies/Explorer ঠিকানায় যান এবং NoDriveTypeAutoRun অপশন খুলে hexadecimal ভ্যালু হিসেবে FF লিখে দিন। তাহলেই আপনার অটোরান বন্ধ হয়ে যাবে।