এক্সিডেন্টালি আমাদের প্রায় সময়ই অনেক মিডিয়া, ডাটা ডিলেট হয়ে যায়। পরবর্তীতে এগুলো ফিরিয়ে আনা দরকার পরে। অনেকে কম্পিউটার দোকানে গিয়ে অনেক টাকা খরচ করে ডাটা রিকভার করায়। ইন্টারনেটে যত ডাটা রিকভারি সফটওয়ার পাওয়া যায় তার বেশিরভাগই পেইড অথবা ডাটা রিকভারির লিমিট থাকে, যেমন EaseUS Data Recovery Software আপনাকে ২ জিবি পর্যন্ত ডাটা রিকভার করার সুযোগ দিবে ফ্রিতে।
যাহোক, আমার এক প্রয়োজনে ডাটা রিকভারি সফটওয়ার খুজতে খুজতে খবর পেলাম PhotoRec এর। এ সফটওয়ারটি আনলিমিডেট ডাটা রিকভার করে দিবে ফ্রিতে।
সফটওয়ারটি যেসব অপারেটিং সিস্টেম সাপোর্ট করে সেগুলো হলো,
DOS/Windows 9x
Windows NT 4/2000/XP/2003/Vista/2008/7 ( উইন্ডোজ ৮ এও চলে)
Linux
FreeBSD, NetBSD, OpenBSD
Sun Solaris
Mac OS X
এবং সব ইউনিক্স বেজড পিসিতে আপনি সফটওয়ারটি চালাতে পারবেন।
ফটোরেক আপনার পোর্টেবল বা এইচডিডির ফাইল সিস্টেম ইগনোর করে। সেকারনে FAT, NTFS, exFAT, ext2/ext3/ext4 filesystem, HFS+ সহ সবধরনের ফাইল সিস্টেমে এই সফটওয়ার কাজ করে। যদি কোন ডাটা ফ্রাগমেন্টেশন না থাকে তাহলে ফটোরেক ZIP, Office, PDF, HTML, JPEG সহ অনেক গ্রাফিক্যাল ফাইল ও রিকভার করতে পারে। এ সফটওয়ার প্রায় ৪৪০ ধরনের ফাইল রিকভার করতে সক্ষম।
এ সফটওয়ার টি ওপেন সোর্স। কিন্ত, এ সফটওয়ারের সবচেয়ে বড় নেগেটিভ দিক হলো এর ইউজার ইন্টারফেস। এটির ইউজার ইন্টারফেস সেই আদি আমলের। ডস স্টাইলে কমান্ড ইউজ করে ফটোরেক ইউজ করতে হয়।
একারনে ননটেকি মানুষদের কাছে ফটোরেক এত জনপ্রিয় না। খাটাইসসা ইন্টারফেস হলেও এটি ইউজ করা অনেক ইজি।
এ সফটওয়ারটি ইউজ করতে হলে তিনটি জিনিস থাকা লাগবে।
১) একটি কম্পিউটার
২) ব্রেইন
৩) যে ডিভাইসটি রিকভার করবেন
প্রথমে এই লিঙ্ক ( এখানে ক্লিক করুন ) থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন।
এটি আনজিপ করুন।
photorec_win.exe নামে একটি ফাইল পাবেন। ওখানে ডাবল ক্লিক করুন। এটি পোর্টেবল সফটওয়ার , সুতরাং ইনস্টল করার প্রয়োজন নেই। ডাবল ক্লিক করলে একটি ছোট উইন্ডো ওপেন হবে। ওখানে আপনি যে ড্রাইভটি রিকভার করবেন সেটি সিলেক্ট করে এন্টার চাপুন। এরপর আপনি ড্রাইভের কতটুকু অংশ রিকভার করবেন সেটিতে সিলেক্ট করে এন্টার চাপুন। তারপর আপনার ড্রাইভের ফরম্যাট সিলেক্ট করুন। এরপর কোথায় ডাটা সেভ হবে সেটা সিলেক্ট করুন। ফটোরেক ড্রাইভটিকে ব্লক বাই ব্লক রিড করে এবং যদি ডাটা ওভার রিটেন বা করাপ্টেড না হয়ে থাকে তাহলে ফটোরেক সম্পূর্ন ডাটাই উদ্ধার করতে সক্ষম হয়।
ভাবলাম ছবি দিয়ে টিউটোরিয়াল দিব, কিন্ত ছবি আপলোড করা সম্ভব হচ্ছে না। ভালো থাকবেন।