কিছুদিন আগে ঘুরে আসলাম সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট, লালাখাল নদী, এবং পান্থুমাই। বৃষ্টি বেশি না হওয়ায় রাতারগুল সোয়াম্প ফরেস্ট ছিল বেশ শুকনো। লালাখাল নদী হল আমার দেখা সবচেয়ে পরিষ্কার জলের নদী। পান্থুমাই তে গিয়ে বড় হিল ঝর্না দেখে আসলাম। দুঃখের বিষয় ঝর্নাটি ইন্ডিয়ার ভূমিতে।
যাহোক, ছবি দেখেন। বেশি লিখলে পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবেন

রাতারগুল সোয়াম্প ফরেস্টঃ
লালাখাল নদীঃ
চা-বাগানঃ
পান্থুমাইঃ
ফুটনোটঃ
১) ঝর্নার কাছে যেতে পারি নাই। তাই অনেক দুঃখ মনের ভিতর
২) সোয়াম্প ফরেস্টে ঘোর বর্ষাকালে যাওয়ার ইচ্ছা আছে।
৩) এগুলো মোটামুটি আনকমন স্পট। আপনারা কেউ যদি যান, তাহলে ময়লা,প্লাস্টিক,খাবার ইত্যাদি পদার্থ ঐসব জায়গায় ফেলা থেকে বিরত থাকবেন। তাহলে প্লেসগুলোর ন্যাচারাল স্ট্যাবিলিটি বজায় থাকবে।
৪) সবগুলি ছবি আমার মোবাইল দিয়ে তোলা।