সামুকে সাবজেক্ট করে আমার এ পর্যন্ত কোন পোস্ট দেয়া হয় নি। আজ অনেক ভেবেও কোন টপিক না পেয়ে বহুল-চর্চিত এই টপিকে একটি পোস্ট প্রসব করলাম। কারণ, "ব্লগার তকমা ফিরত পেতে চাই"
সামু ফ্যাক্টসঃ
১) আপনার নিক থেকে আপনার মাল্টি দ্রুত সেফ হয়।
২) সামুতে ডেভেলোপার সাপোর্ট আশা করা আর এরশাদের কথাকে বিশ্বাস করা সমান।
৩) সামুতে রিপোর্ট বাটনটি তখনই কাজ করবে যখন আপনি মডারেটরকে ফোন করে রিপোর্টের বিষয়টা অবহিত করবেন।
৪) ভালো পোস্ট এবং বাল্পোস্ট দুটোতেই কমেন্ট কম আসে।
৫) সামুতে সব ব্লগাররাই আফসোস করেন "ব্লগটা আগে ভালো ছিল"
৬) মডারেটর যখন ঘুম থেকে উঠেন তখন অভিযোগদাতা এবং অভিযুক্ত দু'জনেই ব্যান খায়।
৭) সামুতে সেফ হওয়ার ৭ দিন এবং সাহারা খাতুনের ৪৮ ঘন্টা সমান।
৮) বাংলাদেশের মতই সামুতে সবসময় একটা বিরোধীদল এবং সরকারী দল থাকে।
৯) কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে।
১০) "নোটিশ বক্স" আর "আমার টেমপ্লেটস" অপশন দুটি হলো অবিবাহিত ছেলের বাসায় কনডম রাখার মত। কোন কাজেই লাগে না।
স্পেশাল ফ্যাক্টঃ এ পোস্ট কখনোই নির্বাচিত পাতায় যাবে না
বিঃদ্রঃ এটি একটি নিতান্তই ফান পোস্ট। কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে সিরিয়াসলি কিছু বললে আমি ধরে নেব আপনি পোস্ট টি সিরিয়াসলি পড়েছেন। সিরিয়াসলি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।