Cornetto ট্রিলজি ওরফে Blood and Icecream ট্রিলজি হলো এডগার রাইট এবং সাইমন পেগ এর লেখা একটি কমেডি একশান সিরিজ। এ সিরিজটি ডিরেকশন দিয়েছেন রাইট। মূল চরিত্রে আছেন পেগ, এবং নিক ফ্রস্ট।
সিরিজের মোট ৩টি মুভির নাম হলো যথাক্রমে Shaun Of The Dead, Hot Fuzz, এবং The World's End.
এ সিরিজের প্রতিটি মুভির গল্প এবং প্লট আলাদা। তবুও এটাকে Cornetto ট্রিলজি বলার পিছনে একটা মজার ঘটনা আছে। এ সিরিজের প্রত্যেকটি মুভি Cornetto আইসক্রিম এর সাথে রিলেটেড। Cornetto এর আলাদা আলাদা ফেভার আলাদা আলাদা করে প্রতিটি মুভির সাথে কানেক্টেড। যেমন শন অব দ্যা ডেড হলো স্ট্রবেরি ফেবারড কর্নেটোর সাথে যুক্ত কারন মুভির রক্তাক্ত দৃশ্যের সাথে। হট ফাজ হলো ব্লু অরিজিনাল কর্নেটোর সাথে কারন এর কাহিনী পুলিশ বেজড। দ্য ওয়ার্ল্ডস এন্ড হলো গ্রিন মিন্ট চকোলেট এর সাথে , কারন এ মুভির এলিয়েন এবং সায়েন্স ফিকশন বেজড স্টোরি।
Shaun Of The Dead(2004): শন অব দ্যা ডেড হলো একটি জোম্বিক কমেন্ডী মুভি। সেলসম্যান শন তার রিলেশিনশিপের সঙ্কটময় মূহুর্তে আছে। এদিকে তার ম্যানেজ করতে হচ্ছে স্টেপ ফাদার এবং তার মা'কে। আবার তার রিলেশন শিপ প্যাচালে পরার প্রধান কারন হলো তার ক্রেজি রুমমেট। এতসব ঝামেলার মধ্যে হঠাত করে দেখা যায় পুরো শহরের মানুষ জোম্বিতে পরিণত হচ্ছে।
রেটিং
রোটেন টমেটোঃ ৯১%
মেটাক্রিটিকঃ ৭৬/১০০
আইএমডিবিঃ ৮/১০
Hot Fuzz(2007): হট ফাজ হলো একটি বাডি-কপ কমেডি একশান মুভি। নিকোলাস এঞ্জেল (সাইমন পেগ) হলো একজন খুব নিবেদিত প্রাণ পুলিশ অফিসার। সে এতটাই ভালো পুলিশ যে তার সহকর্মীদের মনে হত তারা কিছুই পারে না। সুতরাং তাকে প্রমোশন দিয়ে পাঠানো হয় ক্রাইম ফ্রি একটা ছোট শহরে। যেখানে গত ২০ বছরে কোন ধরনের ক্রাইম রেকর্ড হয় নাই। কিন্ত হঠাত করে সেখানে বেশ কিছু একসিডেন্ট এবং মানুষ মারা যেতে লাগলো। যেটা দেখতে একসিডেন্ট মনে হলেও পেগ'র কাছে মনে হলো এগুলো মার্ডার। ২০ বছর ধরে ভিলেজ অব দ্যা ইয়ার এওয়ার্ড পাওয়া এ গ্রামে কি হচ্ছে ? নিকোলাস এঞ্জেল এবং ড্যানী বাটারমেন ইনভেস্টিগেসনে নামলো। ফলাফল ভয়াবহ!
রেটিং
রোটেন টমেটোঃ ৯১%
মেটাক্রিটিকঃ ৮১/১০০
আইএমডিবিঃ ৭.৮/১০
The World's End (2013): এটি একটি সায়েন্স ফিকশন কমেডি। ১৮ বছর বয়স্ক এলকোহলিক গ্যারি কিং এবং তার পাঁচ সঙ্গী একটি অসম্ভব পাব ক্রল এ নামে। তারা ১২টি বারে একই রাতে ড্রিঙ্কস করার প্ল্যান করে। কিন্ত শেষ পর্যন্ত সম্ভব হয় না।
২১ বছর পরে গ্যারি কিং এর উদ্যোগে তারা আবার সেই পুরানো শহরে ফিরে আসে তাদের অসম্পূর্ন অভিযান শেষ করার জন্য। তারা শহরে এসে দেখে পূর্বের মানুষগুলো আর আগের মত নেই। কেমন যেন বদলে গেছে।
রেটিং
রোটেন টমেটোঃ ৮৯%
মেটাক্রিটিকঃ ৮১/১০০
আইএমডিবিঃ ৭.২/১০
এ সিরিজ এর প্রত্যেকটা মুভি প্রচুর কমেডিতে ভরপুর। মুভিগুলোর মেকিং ও ইউনিক। অনেকটা গাই রিচির মুভিগুলোর মত কিন্ত অন্যরকম। শেষ মুভিটি বাকি দুটোর তুলনায় একটু ঢিলে হয়ে গেলেও এ সিরিজের সমাপ্তি ভালো ভাবেই হয়েছে।
মাস্ট সি একটা সিরিজ।
ডাউনলোড লিঙ্ক (720p):
শন অব দ্যা ডেডঃ Click This Link
হট ফাযঃ http://yify-torrents.com/movie/Hot_Fuzz_2007
দ্যা ওয়ার্ল্ড'স এন্ডঃ Click This Link
**এবারও অনেক কষ্ট করার পরেও ছবি আপলোড করা যায় নি। কেউ যদি পারেন তাহলে কষ্ট করে ৩টা মুভি ৩টা পোস্টার আপলোড করে কমেন্টে দিন।