পিক্সার এনিমেশন স্টুডিওস বা সংক্ষেপে পিক্সার; একটি এনিমেশন ফিল্ম স্টুডিও , যার অবস্থান ক্যালিফোর্নিয়া তে। ১৯৭৯ সালে পিক্সার প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ তে স্টিভ জবস কিনে নেন পিক্সার কে এবং ২০০৬ সাল থেকে পিক্সার এনিমেশন স্টুডিওস এর মালিক হল ওয়াল্ট ডিজনি কোম্পানি।
এ পর্যন্ত পিক্সার ১৩ মুভি তৈরি করেছে যার মধ্যে সেরা এনিমেটেড মুভি হিসেবে অস্কার পেয়েছে ৭ টি। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭ টি অস্কার পেয়েছে পিক্সার। অস্কার প্রাপ্ত মুভি গুলো হচ্ছে- Finding Nemo, The Incredibles, Ratatouille, WALL-E, Up, Toy Story 3, and Brave. Up and Toy Story 3
পিক্সারের সব গুলো মুভি মিলিয়ে মোট ইনকাম (ওয়ার্ল ওয়াইড) 7.7 বিলিয়ন ডলার। গড়ে প্রায় ৫৯৬ মিলিয়ন ডলার।
পিক্সারের ভালো লাগা মুভি গুলো নিয়ে কিছু কথাঃ ভালোলাগার ক্রমানুসারে
১. UP(2009)
প্রিয়তমাকে দেয়া কথা রাখতে ৭৮ বছর বয়সী কার্ল বেড়িয়ে পড়েন এক এডভ্যাঞ্চারে। সাথে থাকে ৮ বছর বয়সি একজন Wilderness Explorer. সারা জীবন ধরে যে অভিযানের কথা কল্পনা করেছেন সে অভিযান যে এত শ্বাপদসঙ্কুল হবে তা মূলত কল্পনার বাহিরেই ছিল।
IMDB Rating: 8.3/10
২. Toy Story 1/2/3 (1995,1999,2010)
খেলনাদের ও জীবন আছে, যা আমাদের চোখে ধরা পড়েনা কখনো। তাদের হাসি আছে, আনন্দ আছে, আছে কান্না। তারাও ভালোবাসা পেতে চায়, তারাও চায় তাদের নিয়ে তাদের মালিক সুখে থাকুক। একটি কাউবয় ডল, তার বন্ধু স্পেসম্যান এবং তার সঙ্গী সাথিদের হাসি, ঠাট্টা, ভালোবাসা, এডভেঞ্চার আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। আপনি আর কখনো কোন খেলনা কে ভেঙ্গে ফেলতে পারবেন না, যদি এ সিরিজ দেখে থাকেন।
IMDB Rating: Toy Story 1: 8.3/10 , 2: 7.9 , 3: 8.5
৩. Finding Nemo(2003)
এটিও পিক্সারের একটি এডভেঞ্চার ঘরানার মুভি।
একটি ক্লাউন ফিশের সন্তান নিমো কে ধরে সিডনি তে নিয়ে যাওয়া হয়। বাবা মাছটি শুরু করে তার অভিযান ছেলেকে ঘরে ফিরিয়ে আনার জন্য। পথিমধ্যে দেখা হয় এক শর্ট টার্ম মেমোরি লস মাছের সাথে। যে মাছটিও সঙ্গী হয়ে যায় তার অভিযানের।
অসাধারন সব গ্রাফিক্স এবং কাহিনী আপনাকে মুগ্ধ করে রাখবে ১ ঘন্টা ৪০ মিনিট। আমার দেখা সেরা মুভিগুলোর মধ্যে একটি।
IMDB Rating: 8.1/10
৪. Ratatouille(2007)
Anyone can cook. হ্যাঁ। সবাই রান্না করতে পারে। বিখ্যাত এক ফ্রেঞ্চ রন্ধন শিল্পী গুস্তাভের এ কথা শুনে শেফ হওয়ার বাসনায় নিমগ্ন এক ইঁদুর। যে কিনা বন্ধু বনে যায় এক কিশোর শ্রমিকের সাথে গুস্তাভ রেস্টুরেন্টে। এরপর? কি হলো জানতে মুভিটি দেখে নিন।
IMDB Rating: 8.0/10
৫. Wall-E (2008)
ভবিষ্যতের পৃথিবী। আবর্জনায় ভরপুর। রোবটের সাহায্যে সব আবর্জনা মহাশূন্যে ফেলার প্ল্যান করা হয়। আবর্জনা পরিষ্কার করার আগ পর্যন্ত সব মানুষকে স্পেস শিপে রাখা হয়। কিন্ত প্রকল্প ফেইল করে। অতএব, চিরজীবন মানুষকে মহাশূন্যে কাটাতে হবে।
কিন্ত এক গার্বেজ কালেক্টর রোবট রয়ে যায় পৃথিবীতে। নাম ওয়াল-ই। তার বন্ধুত্ব হয়ে যায় প্রানের খোজে আসা একটি রোবটের সাথে। বন্ধুর টানে ওয়াল-ই এক মহাশূন্য জার্নি শুরু করে যা মূলত মানব জাতির ভাগ্য নির্ধারন করবে।
IMDB Rating: 8.5
৬. Monster Inc.( 2001)
শিশুদের ভয়ার্ত চিৎকার শক্তি যোগায় মনস্টার সিটির। সেজন্য তাদের ভয় দেখানো মনস্টার থাকে। Sully হল তাদের মধ্যে টপ স্কোরার। তারা প্রতি রাতে বাচ্চাদের ক্লজেটের মধ্যে থেকে উপস্থিত হয়ে ভয় দেখায় এবং চিৎকারের শব্দ শক্তিতে কনভার্ট হয়।
মনস্টারদের যেমন শিশুরা ভয় পায় ঠিক সেভাবে মনস্টার রাও শিশুদের ভয় পায়। হঠাত একদিন এক বাচ্চা মেয়ে ঢুকে পড়ে মনস্টার সিটিতে। এখন কি হবে? জানতে হলে দেখুন।
IMDB Rating: 8.0
৭. The Incredibles (2004)
এক সুপার হিরো বিয়ে করে আরেক সুপার হিরোইনকে। বাচ্চা কাচ্চা যা হয় সবাই সুপার হিরো। পুরো সুপার হিরো ফ্যামিলি।
কিন্ত হঠাত আবির্ভাব হয় এক সুপার ভিলেন মাস্টারমাইন্ডের যে নিরবে হত্যা করে চলেছে সব সুপার হিরোদের। মি. ইনক্রেডিবল বুঝতে পারেন। কিন্ত ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। ইনক্রেডিবল বন্দী এখন ভিলেনের খাঁচায়। তার ফ্যামিলি কি পারবে তাকে উদ্ধার করতে? পারবে ভিলেন কে থামাতে?
IMDB Rating: 8.0
৮. Cars & Cars 2(2006 & 2011)
লাইটনিং ম্যাককুইন। একটি রেসকার। যার জীবনে জয়ই ছিল সবকিছু। কিন্ত ভুলক্রমে এসে পড়ে একটি পরিত্যাক্ত শহর র্যা ডিয়েটর স্প্রিংস এ। এখানে সে জীবনের সম্পূর্ন অর্থ খুঁজে পায়। অর্থ খুঁজে পায় ফ্যামিলি এবং বন্ধুত্বের।
তার ঘনিস্ট বন্ধু হয় Mater. একটু পাগলাটে ম্যাটার কে দেখা যায় কারস ২ তে এডভেঞ্চারে জড়িয়ে পড়তে।
IMDB Rating:
Cars- 7.3
Cars 2- 6.3
৯. Brave(2012)
একজন রাজকন্যা। বেশ ভালো তীরন্দাজ। তার মায়ের মত তথাকথিত রাজরানী হতে চায়না সে। সে চায় নিজের মত করে জীবন গড়তে। আদর্শের দ্বন্দ্ব শুরু হয় দুজনের মধ্যে।
মেয়ে মাকে কনভিন্স করার জন্য এক উইচ এর কাছ থেকে ঔষধ আনে। কিন্ত অভিশপ্ত ঔষুধ খেয়ে তার প্রিয় মা ভাল্লুকে পরিণত হয়। সে কি পারবে তার মাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে?
IMDB Rating: 7.2
১০. A Bug’s Life: ছোট কীটপতঙ্গের জীবন নিয়ে কাহিনী। ভালো লিঙ্ক পাচ্ছিনা বলে নামাতে পারি নাই। কারো কাছে ভালো লিঙ্ক থাকলে কমেন্টে দিবেন প্লিজ।
পিক্সার প্রতিটি মুভির সাথে ১ টি করে শর্ট ফিল্ম ও রিলিজ দেয়। মেইন কারেক্টারের বাইরে আরো বেশ কিছু কারেক্টার নিয়ে। অনেক মজার হয় শর্ট এনিমেশন গুলো।
পিক্সারের উল্লেখযোগ্য শর্ট এনিমেশন গুলো হল, Geri’s game, Lifted, One man band, Knick knack, Mike’s new car, Boundin’ ,Day & night, For the birds, Presto etc.
আসছে সামারে রিলিজ হবে মনস্টার ইঙ্ক এর প্রিক্যুএল মনস্টার ইউনিভার্সিটি! ওয়েটিং!