একটি সুউচ্চ বিল্ডিং এর প্যাসেঞ্জার এক্সপ্রেস লিফট। এই লিফটের বৈশিষ্ট হচ্ছে One way in, One way out. যার মানে এর মাঝপথে আপনি লিফট থেকে নামতে পারবেন না। ঐ অফিসে কর্মরত কিছু ব্যাক্তি ৩২ তলায় লিফটে আটকা পরেন। লিফটের মেইন হোল্ডিং ক্যাবল বোম্ব দিয়ে ছিন্ন করা হয়। লিফট আটকে থাকে ইমার্জেন্সি ব্রেক এর মাধ্যমে।
বোম্বার ১ ঘন্টার মধ্যে ৩ মিলিয়ন ডলার দাবি করে। যদি তা না হয় তাহলে সে পুরা লিফট উড়িয়ে দিবে।
সোয়াট পুলিশ অফিসার Jack Traven এবং Harry Temple অসাধারন সাহসিকতার মাধ্যমে লিফটের যাত্রীদের উদ্ধার করেন।
পাঠকদের প্রতি কুইজঃ ধরেন আপনি একজন পুলিশ অফিসার। আপনার থেকে ১০০ ফুট দূরে। এক সন্ত্রাসি এক জন হোস্টেজ কে জিম্মি করে নিয়ে যাচ্ছে। সে একটি বিমান দখল করবে। কেউ এগুলেই হোস্টেজ কে গুলি করা হবে। আপনি কি করবেন?
বোম্বার তার ৩ মিলিয়ন খোয়ালো। একটা ছোটখাট একশন সিকোয়েন্স এর পর সবাই ধরে নিল বোম্বার মারা গেসে।
কিন্ত পরদিন অফিসার জ্যাক ট্রাভেন এর সামনেই একটি মেট্রো বাস বিস্ফোরিত হল। সাথে সাতে সে ফোন পেল, বেশ দূরে একটি বাসে বোম ফিট করা আছে।
যখন বাসের গতি ৫০ পার হবে বোম্ব এক্টিভেইট হবে। ৫০ এর নিচে স্পিড হলে বোমা বিস্ফোরিত হবে।
কেউ যদি বাস থেকে নামে বা উঠে তাহলে বাস উড়িয়ে দিবে বোম্বার।
জ্যাক ট্রাভেন কি পারবে রক্ষা করতে? জানতে হলে দেখতে হবে অসাধারণ রোমাঞ্চকর মুভিটি।
কাহিনী সিম্পল হলেও অসাধারণ মেকিং এবং অসাধারণ অভিনয়ের জন্যই এই মুভিটা প্রতিটি একশন মুভিখোরদের জন্য মাস্ট সি।
জ্যাক ট্রাভেন্স চরিত্রে অভিনয় করেছেন ম্যাট্রিক্স খ্যাত কিয়ানু রিভস। আরো আছেন ডেনিস হুপার এবং অস্কার বিজয়ী সান্ড্রা বুলক।
কিয়ানু রিভস
পরিচালকঃ Jan de Bont
IMDB rating: 7.2 আমার রেটিং : 8.0
রিলিজ হয় ১৯৯৪তে।
টরেন্ট লিঙ্কঃ Click This Link
Speed 2: মজার ঘটনা
স্পিড হিট হওয়ার পর পরই ফক্স মুভিস চাচ্ছিল স্পিড ২ বের করতে। মূল উদ্দেশ্য ব্যাবসায়িক ফন্দি।
স্পিড এ অভিনয় করে কিয়ানু রিভস পেয়েছিলেন 1.2 million doller. স্পিড ২ তে তাকে অফার করা হয় ১২ মিলিয়ন। কিন্ত তিনি সোজা প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারন হিসেবে দেখিয়েছেন তিনি মানসিক ভাবে প্রস্তুত নন এবং তিনি তার ব্যান্ড দল ডগস্টার নিয়ে ব্যাস্ত থাকবেন। এ নিয়ে বেশ জল ঘোলা হয়েছে।
যাই হোক, নতুন নায়ক নিয়ে স্পিড ২ বের হয়। এটার মেইন থিম একটি সাগরে থাকা ক্রুজ নিয়ে।
Imdb রেটিং: 3.5
সান্ড্রা বুলক স্পিড এ অভিনয় করে সেরা অভিনেত্রী পুরষ্কার পেয়েছিলেন, স্পিড ২ তে অভিনয় করে পেয়েছেন Worst Actress এর পুরষ্কার। তাই যারা স্পিড দেখার পর স্পিডের ফ্যান হবেন, তাদের স্পিড ২ না দেখার রিকুয়েস্ট করা হচ্ছে।