আচ্ছা, নাস্তিকরাতো আল্লাহকে বিশ্বাস করেনা। কিন্তু আমরা বিশ্বাস করি। বাংলা ব্লগে নাস্তিক বলে আমরা সবচেয়ে বেশি যাকে চিনি তিনি হলেন ব্লগার "আরিফুর রহমান"। ঐ লোকটাকেতো কখনো দেখলাম না কারো বাপ-মা তুলে গালি দিতে। অশ্লীল ভাষা ব্যবহার করতে। তাহলে আমরা মহানবীর অনুসারী হয়ে কিভাবে গালি দেই? ইসলাম কি কখনো অশ্লীল ভাষাকে সমর্থন করে? অবশ্যই না। আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাসের কথা ছড়িয়ে বেড়াচ্ছি তারাও সেরকম বিশ্বাস না করে অবিশ্বাসের কথা ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু যথেষ্ট শ্লীল ভাষায়। সাপের লেজে পা ফেললে ছোবল খেতেই হয়! আমি এখন পর্যন্ত কোন নাস্তিককে গায়ে পড়ে গালিগালাজ করতে দেখলাম না। কেউ যদি কখনো মাথা গরম করে গালি দিয়েই ফেলে, পরবর্তীতেই ক্ষমা চেয়ে নিয়েছে ব্লগারদের কাছ থেকে।
আমাদের প্রিয় নবী কি আমাদের এই আদর্শ দিয়েছে যে নাস্তিকদেরকে দেখলে গালি-গালাজ করো? সবার কাছেই প্রশ্নটা রাখলাম। তিনি কি গালি-গালাজকে সমর্থন করেছেন? কখনোই না। নাস্তিক হই আর আস্তিক হই আমরা সবাই মানুষ। একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা আমাদের ধর্মগ্রন্থ থেকে জেনেছি। তাহলে কেন আমরা খারাপ ব্যবহার করবো?
তাই সবার কাছে অনুরোধ রইলো। সে আস্তিক হোন আর নাস্তিক হোক। গালি-গালাজ পরিহার করুন। গালি-গালাজ করে কখনো কোন আলাপচারিতা চলেনা। গালি-গালাজ কখনোই কোন সমস্যার সমাধান হতে পারেনা।।।
সবাই ভালো থাকবেন
-হ্যাপি ব্লগিং